[english_date]।[bangla_date]।[bangla_day]

শ্যামনগরে এক ইউপিতে দুই যুবকের আত্নহত্যা।

নিজস্ব প্রতিবেদকঃ

রনজিৎ বর্মন শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি ঃ

সাতক্ষীরার শ্যামনগনগর উপজেলা আটুলিয়া ইউনিয়নে পৃথক পৃথক ভাবে দুই যুবক গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে।

শুক্রবার (০১ এপ্রিল) সকাল ১১টার সময় শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউপির বিড়ালী গ্রামের ফেরদাউস সানার ছেলে সোহেল(২০) ও একই দিনে দুপুর ২টার দিকে একই ইউনিয়নের ছোটকুপট গ্রামের মিজান মোড়লের ছেলে সজিব(১৯) উভয়ে পরিবারের অজান্তে নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে রশি দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরবর্তীতে পারিবারের লোকজন বুঝতে পেয়ে তাদেরকে দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আটুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সালেহ বাবু জানান, পারিবারিক কলহের জের ধরে আলাদা আলাদা ভাবে দুই যুবক গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে।

এ বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ছবি- সাতক্ষীরার শ্যামনগরে দুই যুবকের আত্নহত্যা

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *