[english_date]।[bangla_date]।[bangla_day]

ডুমুরিয়ার কুলবাড়িয়ায় মোটরচালিত ভ্যান পাল্টি দিয়ে খাদে: শিশুর মৃত্যু, আহত ১।

নিজস্ব প্রতিবেদকঃ

সরদার বাদশা
নিজস্ব প্রতিনিধি।

ডুমুরিয়ার কুলবাড়িয়ায় ব্যাটারি চালিত ভ্যান পাল্টি দিয়ে আছাদুল্যাহ (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার কুলবাড়িয়া গ্রামের মৃত আবু তাহের গাজীর ছেলে। গতকাল মঙ্গরবার সন্ধ্যা ৭ টার দিকে কাঁঠালতলা-মাগুরখালি সড়কের কুলবাড়িয়া ইটভাটা এলাকায় এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও নিহত পরিবার সুত্রে জানা গেছে, একই এলাকার ভ্যান চালক আরিজ সরদারের ছেলে আমিনুর রহমান (৩০) ও তার স্ত্রী সালমা বেগম (২২) মোটরচালিত ভ্যানের চাবি অন রেখে বসা ছিলেন। এসময় শিশু আছাদুল্যাহ তার দাদা আফছার গাজীর সাথে দোকান থেকে খাবার কিনে বাড়ি অভিমুখে যাচ্ছিলো। কিন্তু ভ্যানের কাছে আসা মাত্র শিশুটি রাস্তার উপর দাড়িয়ে থাকা ভ্যানের পিকআপ হাত দিয়ে মোড়া দেয়। তাৎক্ষণিক ভাবে ভ্যানটি পাল্টি দিয়ে প্রায় ১৫ ফুট নিচে রাস্তার পাশে খাদে পড়ে যায়।
এতে শিশু আছাদুল্যাহ, ভ্যান চালক আমিনুর ও তার স্ত্রীসহ তিন জন ভ্যানের তলে চাপা পড়ে।
এ সময় প্রচান্ড আঘাত পেয়ে শিশুটি নাকমুখ দিয়ে রক্ত প্রবাহিত হয় এবং সালমার বেগমের একটি হাত ভেঙ্গে গিয়ে গুরতর আহত হন।
স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্য চিকিৎসক শিশু আছাদুল্যাহ কে মৃত্যু বলে ঘোষণা করেন। খবর ডুমুরিয়া থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *