[english_date]।[bangla_date]।[bangla_day]

বিরোধপূর্ণ জমিতে ঘর তোলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংর্ঘষ। কমপক্ষে মহিলাসহ ২০ জন আহত।

নিজস্ব প্রতিবেদকঃ

মাহমুদুল হাসান রনি
মাদারীপুর জেলা প্রতিনিধি।

মাদারীপুরর রাজৈরে বিরোধপূর্ণ জায়গায় ঘর তোলাক কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয় । এ সংঘর্ষ মহিলাসহ কমপক্ষে ২০জন আহত হয়েছে।
সংঘর্ষ চলাকালে কয়কটি বাড়িঘর ভাংচুর ও লুটপাট ও আগুন দেয়ার ঘটনা ঘটে।
(২২ মার্চ) মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার হরিদাসী মহদ্রদী ইউনিয়নের মহেনদ্রদী গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার হরিদাসী মহেনদ্রদী ইউনিয়নের মহেনদ্রদী গ্রামে জমি নিয়ে বিরোধ নিয়ে খলিল শিকদার ও ছাত্তার শেখ,র মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলা।
বিরাধপূর্ণ ওই জায়গায় একটি পক্ষ ঘর নির্মান করত গেলে দুই পক্ষর মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতির এক পর্যায় দশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষ বাধে।
এসময় কয়কটি বাড়িঘর ভাংচুর ও লুটপাট ও একটি পাকঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
এ সংর্ঘষে উভয় পক্ষের প্রায় ২০জন আহত হয় । গুরুতর আহত জাহাঙ্গীর (৪৫), ছাত্তার শেখ (৭০), তুষার মোল্লা (৩৫), আলেয়া বেগম, (৫০) ইউসুফ শেখ (৭০), রমজান শিকদার (১৫), নিশী বেগম (১৯) জসিম শেখ (৩৪), ফরিদা বেগম (৫৮), শারমিন বেগম (৩০), আলেম (৩০) শহীদ গহর (৩৮) কে রাজৈর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে রাজৈর থানার অফিসার ইনচার্জ শেখ মো সাদি জানান, সংর্ঘষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *