[english_date]।[bangla_date]।[bangla_day]

শ্যামনগর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অজয় সাহা সহকারী পরিচালক পদে পদোন্নতি পেলেন।

নিজস্ব প্রতিবেদকঃ

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অজয় কুমার সাহা সহকারী পরিচালক পদে পদোন্নতি পেলেন।

তিনি শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০১৯ সালের ১৯ ফেব্রুয়ারী যোগদান করেন। যোগদানের পর থেকে অদ্যবধী সুনামের সহিত কাজ করে আসছেন। শ্যামনগর হাসপাতালে যোগদানের পর থেকে হাসপাতালের বহু উন্নয়ন সাধন করেছেন। হাসপাতালের চার পাশ প্রাচির দেওয়া,পরিস্কার পরিচ্ছন্ন,দালাল মুক্ত সহ অন্যান্য কার্যক্রম গ্রহণ করায় হাসপাতালের কর্মরত চিকিৎসক ও কর্মকর্তাবৃন্দ সন্তুষ্টি প্রকাশ করেছেন।

চাকুরী জীবনে তিনি প্রথম ২০০৫ সালে ২১ আগষ্ট যোগদান করেন। তার প্রথম কর্মস্থল সুনামগঞ্জের ছাতক,এর পর চাঁদপুর জেলার কচুয়া, পর রাঙ্গামাটি জেলার বরকল, পর ঢাকা বাতজ¦র নিয়ন্ত্রণ কেন্দ্র , পরবর্তী খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এর পরই শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসাবে যোগদান করেন।

তার বাড়ী বরিশাল জেলায়। পিতা মৃত যোগেশ চন্দ্র সাহা ও মাতা সুনীতি সাহা। তার পিতা তৎকালিন সময়ে বরিশাল বিভাগে এনবিআর কতৃক ব্যবসায়ী থাকায় শ্রেষ্ঠ করদাতা হিসাবে পুরস্কার প্রাপ্ত হন। ডাঃ অজয় কুমার সাহার স্ত্রী জয়তী দেবী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রভাষক হিসাবে কর্মরত আছেন। তিনি দুই কন্যা সন্তানের জনক।

ডাঃ অজয় কুমার সাহা সহকারী পরিচালক হিসাবে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পরবর্তী পদায়ন হয়েছেন। সহকারী পরিচালক পদে পদোন্নতি প্রাপ্ত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত,সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা পুলক কুমার চক্রবর্তী, কালিগঞ্জ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তৈয়ুবুর রহমান, জেলা সিভিল সার্জন অফিসের কর্মকর্তাবৃন্দ, শ্যামনগর উপজেলা স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ, সকল সিএইচসিপিবৃন্দ প্রমুখ।

ছবি- শ্যামনগর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অজয় কুমার সাহা সহকারী পরিচালক পদে পদোন্নতি হওয়ায় সিভিল সার্জন কতৃক ফুলের শুভেচ্ছা জ্ঞাপন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *