[english_date]।[bangla_date]।[bangla_day]

সম্প্রীতি বজায় রাখতে বিএমএ’র মানববন্ধন।

নিজস্ব প্রতিবেদকঃ

হেলাল হোসেন কবিরঃ

আজ ২৪ অক্টোবর সকাল ১১ ঘটিকায় লালমনিরহাট সদর হাসপাতাল চত্বরে বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ) লালমনিরহাট শাখার আয়োজনে সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের উপাসনালয় ও ঘরবাড়িতে হামলা ভাংচুর ও অগ্রিসংযোগের প্রতিবাদে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন,বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ) লালমনিরহাট শাখার সিনিয়র সহসভাপতি ও সাবেক সিভিল সার্জন ডাঃ মোঃ কাশেম আলী। বক্তব্য রাখেন সিভিল সার্জন নির্মলেন্দু রায়, ভারপ্রাপ্ত তত্বাবধায়ক ডাঃ মোঃ আব্দুল বাসেত, ভারপ্রাপ্ত আরএমও ডাঃ মোঃ আরিফুজ্জামান।

এসময় লালমনিরহাট সদর হাসপাতালের ডাঃ মোঃ হাফিজুর রহমান, ডাঃ মোঃ আব্দুল হাদি, ডাঃ মোঃ সাহেব আলী, ডাঃ মোঃ আমিনুল ইসলাম, ডাঃ মোঃ মনজুর মোর্শেদ দোলন, ডাঃ মোঃ আমিনুল রহমান, ডাঃ মোঃ আবু মুসা, ডাঃ তপন কুমার রায়, ডাঃ ওয়াহিদা জান্নাত, ডাঃ জেরিন মোস্তারি,ডাঃ মাহমুদা বেগম, ডাঃ রেজওয়া হাফিজ, ডাঃ মোঃ আবু সুফিয়ান, ডাঃ মোঃ আসাদ, ওসিসির প্রোগ্রাম অফিসার কাওছার হোসেনসহ বিভিন্ন ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *