[english_date]।[bangla_date]।[bangla_day]

রায়হানের স্ত্রীকে বিয়ে করার প্রস্তাব দিয়েছেন এসআই আকবর।

নিজস্ব প্রতিবেদকঃ

এম এ রশীদ, সিলেট থেকে।

বন্দরবাজার ফাঁড়িতে পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত যুবক রায়হান আহমদের বিধবা স্ত্রীকে বিয়ের প্রস্তাব দিয়েছেন পুলিশের বরখাস্তকৃত এসআই আকবর ।

এসআই আকবর রায়হান হত্যা মামলার অন্যতম আসামী।

 

রবিবার একটি ফেসবুক পেইজে সাক্ষাৎকার দিতে এসে নিহত রায়হানের মা এ কথা জানান।

 

সামাজিক যোগাযোগ ভাইরাল হওয়া এই ভিডিওতে রায়হানের মা বলেন, প্রশাসনের এক ব্যাক্তিকে দিয়ে আমার বউমাকে সে বিয়ে করার প্রস্তাব পাঠায় পাশাপাশি আমার বউমা, নাতি, ও আমার ভরণ পোষনের দায়িত্ব নিবে বলে জানায়। আমি এ প্রস্তাব ঘৃনাভরে এই প্রস্তাব প্রত্যাখান করেছি।

 

উল্লেখ্য, ২০২০ সালের ১১ অক্টোবর ভোরে রায়হান আহমদ (৩৩) কে কাষ্টঘর এলাকা থেকে ধরে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নিয়ে নির্মম নির্যাতন করেন ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভুঁইয়াসহ অন্যান্য পুলিশ সদস্য।

এতে রায়হান গুরুতর আহত হোন। চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

 

পরদিন ১২ অক্টোবর রায়হান আহমদের স্ত্রী তাহমিনা আক্তার তান্নী বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *