[english_date]।[bangla_date]।[bangla_day]

শিল্পপতি সাইফুল আলম মাসুদ পটিয়ার ৮০০ জন শিক্ষিত বেকারকে ইসলামী ব্যাংকে চাকুরী দিলেন

নিজস্ব প্রতিবেদকঃ

  • শিল্পপতি সাইফুল আলম মাসুদ পটিয়ার ৮০০ জন শিক্ষিত বেকারকে ইসলামী ব্যাংকে চাকুরী দিলেন
    ।।জসিম মাহমুদ।।
    চট্রগ্রাম জেলার পটিয়ার কৃতি সন্তান,বাংলাদেশের খ্যাতি অর্জনকারী শিল্পপতি,এস আলম গ্রুপের চেয়ারম্যান,আলহাজ্ব সাইফুল আলম মাসুদ পটিয়ার ৮০০ শিক্ষিত, বেকার যুবকদের ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এ কর্মসংস্থানের ব্যবস্থা করে দিলেন।
    গত কাল ৪ ডিসেম্বর মঙ্গলবার পটিয়া সদরের ৪ নং ওয়র্ডে তার নিজ বাড়িতে নয়নাবিরাম এক মনোরম পরিবেশে এ নিয়োগের আয়োজন করা হয়।
    সকাল ৭ টা থেকে শুরু হয় নিয়োগ কর্যক্রম।কমপ্লেট গ্রেজুশেশন মেধাবীদের মধ্য থেকে ৪০০ জনকে অফিসার পদে,৪০০ জনকে পিয়ন পদে নিয়োগ দেয়া হয়।
    উল্লখ্য,তিনি সবসময় তার পরিচালিত বিভিন্ন ব্যাংক ও প্রতিষ্টানে শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করে থাকেন। এছাড়াও তিনি ফ্রি হজ্ব পালন,গরীব মেয়েদের বিয়ের ব্যবস্থা,ঘর বাড়ী নির্মান সহ বিভিন্ন সাহয্য সহযোগিতায় প্রসারিত।
এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *