নিজস্ব প্রতিবেদকঃ

জি, এম শাওন ।
আমি যুদ্ধ দেখেছি দেশ থেকে দেশ,
বিশ্বের সাথে বিশ্ব।
আমি শুনেছি লক্ষ্য মানবের আত্মচিৎকার,
আমি দেখেছি সর্বহারা সেই নিঃস্ব ।
আমি দেখেছি দানবের ,
আকাশ কাঁপানো বর্ষণ ।
আমি শুনেছি বুলেট বোমার ,
বিরামহীন গর্জন ।
আমি দেখেছি অর্থের সাথে অর্থের ,
ক্ষমতার সাথে ক্ষমতার লড়াই।
আমি দেখেছি মানবের হিংস্রতা,
দেখছি অহংকারের বড়াই।
আমি শুনেছি আহতের আকুতি,
পেয়েছি পঁচা লাশের গন্ধ।
আমি দেখেছি যুদ্ধের পর যুদ্ধ,
এখনও হয় নি বন্ধ।
কিন্তু আমি কখনও দেখেনি,
এমন নিরব যুদ্ধ
সারা বিশ্ব আজ কম্পিত,
ক্ষমতা আজ বাকরুদ্ধ।
আজ নেই ক্ষমতার দাপট,
নেই মারণাস্ত্রের ভয়াল ত্রাস,
বিশ্বময় আজ বিশ্বযুদ্ধ ,
করোনার করাল গ্রাস।
মানবের মাঝে আজ জেগেছে মানবতা,
বাড়িয়েছে বন্ধুত্বের হাত।
তবুও কাছের বন্ধু আজ দূরে ,
বেড়ে গেছে তফাত ।
বিশ্ব বাণিজ্য আজ স্থবির ,
ঘুরছেনা অর্থনীতির চাকা ।
মানুষ গুলো আজ গৃহবন্দী
প্রকৃতি আজ ফাঁকা ।
নেই বুলেট, বোমা ,
তবুও মানুষের বাঁচার আকুতি
পড়ছে লাশের পর লাশ,
এ যেন একবিংশ শতাব্দীর নিয়তি।
থামছেনা মৃত্যুর মিছিল,
বিশ্বের দ্বারে আজ বিশ্ব ।
বিশ্বজুড়ে চলছে নিরব যুদ্ধ ,
মানুষগুলো আজ নিঃস্ব ।
Leave a Reply