
মামা চির বিদায়
রাম জোয়ার্দার
চিরতরে মামা বিদায় নিয়ে
০৮/০১/২৬ কেন গেলে চলে
ঐ চোখে চুপি চুপি
দেখবে না আর কোন দিন
নীরব শ্মশান ঘাটে।
হৃদয় দিয়ে আমার কিনে
ভাগ্নি জামাই করেছিলে
ভালো বাসার ক্রীতদাস।
আজ চাঁদ মুখ ঢেকেছে
গ্রহণের কালো আঁধারে
মামা আজ আমার ছেড়ে
আপন করেছ ওপারে
তার কাছে সুখে থেকো
এপারে আমি থাকি একা
চির বিদায় চির বিদায় চির বিদায়।