[english_date]।[bangla_date]।[bangla_day]

সিরিজ শুরুর আগে অজি শিবিরে দুঃসংবাদ

নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরুর একদিন আগে অজি শিবিরে দুঃসংবাদ। ইনজুরিতে এবার ছিটকে গেলেন পেসার রাইলি মেরিডেথ। সাইড স্ট্রেইন ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে খেলা হচ্ছে না উঠতি ডানহাতি এই তারকা পেসারের।

রাইলির পরিবর্তে স্কোয়াডে যুক্ত করা হয়েছে দলের সঙ্গে রিজার্ভ হিসেবে থাকা নাথান অ্যাালিসকে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। বিগ ব্যাশে হোবার্ট হারিকেনসের হয়ে খেলেন অ্যালিস। তাদের হয়ে এখন পর্যন্ত ২৯ ম্যাচে ৩২ উইকেট নিয়েছেন তিনি। যেখানে গেল মৌসুমে ১৪ ম্যাচে নিয়েছেন ২০ উইকেট এই পেসার।

এর আগে ইনজুরির কারণে বাংলাদেশ সফর থেকে ছিটকে গিয়েছেন অ্যারন ফিঞ্চ। তার বদলি হিসেবে বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন ম্যাথু ওয়েড।

ইনজুরি ও ব্যক্তিগত কারণে বাংলাদেশে আসেননি স্টিভেন স্মিথ, প্যাট কামিন্স, ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল, ঝাই রিচার্ডসন, কেন রিচার্ডসন, মার্কাস স্টয়নিসদের মতো তারকা ক্রিকেটাররা। ওয়েস্ট ইন্ডিজ সফরেও ছিলেন না তারা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *