[english_date]।[bangla_date]।[bangla_day]

শ্যামনগর উপজেলায় নব নির্বাচিত ইউপি সদস্যদের দায়িত্ব কর্তব্য বিষয়ক প্রশিক্ষণ।

নিজস্ব প্রতিবেদকঃ

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১২টি ইউনিয়নের নব নির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,সদস্য ও সচিবদের জন্যসদস্যদের দ্বায়িত্ব, বিভিন্ন কমিটির কার্যকারীতা, অংশগ্রহনমূলক পরিকল্পনা ও বাজেট বিষয়ক, শ্যামনগর উপজেলা প্রশাসন ও শ্যামনগর পরিষদের তত্ত্বাবধানে, ওর্য়াল্ড ভিশন বাংলাদেশ, নবযাত্রা ইউএসএইড-এর সহায়তায় ২দিন ব্যাপী প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণটি ১৩ মার্চ থেকে ৫এপ্রিল পর্যন্ত ৬টি ব্যাচে (১৫৮জন) পরিচালিত হয়। প্রশিক্ষনকালীন সময়ে স্থানীয় সরকার, খুলনার পরিচালক মোঃ গিয়াস উদ্দিন ২৯-৩০ মার্চ প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন । প্রশিক্ষণে আরও অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন সহ বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তাবৃন্দ।

জানা যায় উক্ত প্রশিক্ষনে ইউনিয়ন পরিষদের দ্বায়িত্ব ও বিভিন্ন কমিটির কার্যকারীতা, ইউনিয়ন পরিষদের অংশগ্রহনমূলক পরিকল্পনা ও বাজেট প্রক্রিয়া,ইউনিয়ন সম্বন্বয় কমিটির গঠন ও কার্যকারিতা,সুশাসন ও জবাবদিহিতা,বাল্যবিবাহ, নারী এবং শিশু নির্যাতন রোধে ইউনিয়ন পরিষদের করণীয় ইত্যাদি বিষয় সম্বন্ধে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা সময়পোযোগী প্রশিক্ষন হিসাবে ওর্য়াল্ড ভিশন বাংলাদেশ, নবযাত্রা প্রকল্পকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। অনুরুপভাবে কালীগঞ্জ উপজেলায় ১৬২ জন নব নির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও সচিবদের মধ্যে পরিচালিত হয়।

ছবি- শ্যামনগরে নব-নির্বাচিত ইউপি সদস্যদের দায়িত্ব কর্তব্য বিষয়ক প্রশিক্ষনে প্রধান অতিথির বক্তব্য রাখছেন স্থানীয় সরকার, খুলনার পরিচালক মোঃ গিয়াস উদ্দিন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *