২রা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ।১৮ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ।শনিবার

শ্যামনগরে প্রাণিসম্পদ অফিসের উদ্যোগে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে গোখাদ্য বিতরণ।

নিজস্ব প্রতিবেদকঃ

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের আয়োজনে ৭২ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মাঝে ১শত কেজি করে দানাদার গোখাদ্য বিতরণ করা হয়।

সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবন মান্নোয়নের লক্ষে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় বকনা গরু প্রাপ্ত ৭২ জন সুফল ভোগীদের মাঝে মঙ্গলবার(২৯ জুলাই) ১শত কেজি করে দানাদার খাবার বিতরণ করা হয়।

উপজেলা ভেটেরিনারী সার্জন ও ভারপ্রাপ্ত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সুব্রত কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ জসীম শেখ, ফিল্ড ফ্যাসিলিটেটর তারাপদ মুন্ডা, ভিএফএ সুদীপ্ত বিশ্বাস, এলএফএ সুমন মুখ্যার্জী,পবিত্র মন্ডল প্রমুখ।

উল্লেখ্য যে, গত ১৫ এপ্রিল উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের আয়োজনে ৭২ জন অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবন মান্নোয়নের লক্ষে বকনা গরু বিতরণ করা হয়।

ছবি- শ্যামনগরে প্রাণিসম্পদ অফিসের উদ্যোগে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে গোখাদ্য বিতরণ করছেন উপজেলা ভেটেরিনারী সার্জন ও ভারপ্রাপ্ত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সুব্রত কুমার বিশ্বাস।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিজস্ব প্রতিবেদক।
নগরীতে বাড়িতে ঢুকে মনোয়ার হোসেন টগর নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত সোয়া ৯টার দিকে সোনাডাঙ্গা থানাধীন সবুজবাগ এলাকা এ ঘটনা ঘটে। নিহত যুবক ওই এলাকার বাসিন্দা জামাল হাওলাদারের ছেলে। মসজিদের পাশে নিজের বাড়িতে তাকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, নিহত যুবক রংয়ের ঠিকাদার ছিল। রাত সোয়া ৯টার দিকে কয়েকজন যুবক তার বাড়িতে প্রবেশ করে এবং কিছু বুঝে ওঠার আগে তাকে ছুরিকাঘাত করে। বুকের ডান পাশে আঘাতটি লাগে। এরপর ওই ঠিকাদার মাটিতে লুটিয়ে পড়ে। পরে তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোনাডাঙ্গা মডেল থানার এস আই আব্দুল হাই বলেন, রাত সোয়া ৯টার দিকে ৩ জন যুবক তার বাড়িতে আসে। তাদের দরজা খুলে দিলে গল্পের একপর্যায়ে ওই তিনজন যুবকের একজন মনোয়ার হোসেন টগরের বুকের ডান পাশে ছুরি দিয়ে আঘাত করে। তিনি আরও বলেন, হত্যাকারীরা নিহতের পূব পরিচিত। তাদের সকলকে শনাক্ত করা হয়েছে। খুব শিগগিরই

খুলনা নগরীতে যুবককে ছুরিকাঘাতে হত্যা।