নিজস্ব প্রতিবেদকঃ

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বুধবার(৩ ডিসেম্বর) জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার বাস্তবায়ন সহায়তায় ৩৪ তম জাতীয় প্রতিবন্ধী দিবস ও ২৭ তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালন করা হয়।
দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালী, মেলায় স্টল প্রদান, আলোচনাসভায় অংশগ্রহণ সহ অন্যান্য কর্মসূচি পালন করা হয়। নাগরিক উদ্যোগের বাস্তবায়নে এফজেএসের অর্থায়নে বর্ণাঢ্য র্যালীতে অংশ গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জিয়াউর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম দেলোয়ার হোসেন,শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি সামিউল আযম মনির, জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক অষ্টমী মালো,বিভিন্ন এনজিও প্রতিনিধিবৃন্দ প্রমুখ।
র্যালী শেষে উপজেলায় প্রতিবন্ধী উত্তরণ মেলা ও আলোচনাসভায় অংশ গ্রহণ করেন।
ছবি- শ্যামনগরে জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার প্রতিবন্ধী দিবস পালিত।
Leave a Reply