[english_date]।[bangla_date]।[bangla_day]

শিরোনাম:- ★আজব মানুষ★

নিজস্ব প্রতিবেদকঃ

কলমে: তুষার কান্তি দত্ত.

তাং ২২-১২-২১

মানুষ বড়ই আজব প্রাণী,
হঠাৎ করেই যায়না চেনা।
একটু আলামত তখনই পাবে,
করবে যখন লেনা দেনা।

কথায় যদি মিল না থাকে ,
যদি চলে আঁকে বাঁকে,
ঠকিয়ে দেবে চলার ফাঁকে।
সরলতায় স্বার্থ নিয়ে,
বিশ্বাসে আঘাত করে,
ফেলবে তোমায় খাদে।

মিষ্টি কথায় মন ভুলিয়ে,
হাসিমুখে কদর করিয়ে,
কেড়ে নিবে ধন।

ঘাত প্রতিঘাত, আঘাত পেয়ে,
অর্থকড়ি ধ্বংস করে,
তারপর বুঝবে তার মন।

নিত্য নতুন স্বপ্ন দিয়ে,
পিতার মতো উজার করে,
বাসবে প্রথম ভালো।

তন্দ্রাচ্ছন্ন মায়াজালে,
লোহার উপর পোলাদ মেরে,
মারবে বুকে শেল।
জান জীবন ধ্বংস করে,
অর্থকড়ি লুট করে,
খাটাবে তোমায় জেল।

আজব মানুষ চিনতে গেলে,
অর্থ জীবন ধ্বংস হবে,
হুট করেই বুঝবে না তার মন।
সরল মনে গরল মানুষ,
বুঝবে যেদিন সব ঘুচিয়ে,
থাকবেনা তখন যৌবন।

পৃথিবীতে নিঃশ্ব যারা,
সারাটি জীবন ঠকেছে তারা,
বুঝিনি মানুষের মন,

ঠকতে ঠকতে গড়িয়েছে জীবন,
হারিয়েছে তাদের মুল্যবান যৌবন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *