নিজস্ব প্রতিবেদকঃ

মোঃ সেলিম রেজা
কেশবপুর,
যশোর।
কেশবপুরে স্বর্গীয় কানাই লাল সাহার ছেলে দিলীপ সাহার পক্ষ থেকে ১৫০ জন হতদরিদ্রদের মাঝে দূর্গাপূজার উপহার বিতরণ করা হয়।
কেশবপুরে মহা সপ্তমীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে
শনিবার ২১ অক্টোবর দুপুরে
কেশবপুর সার্বজনীন শ্রী শ্রী কেন্দ্রীয় কালীমন্দির প্রাণঙ্গনে সার্বজনীন শ্রী শ্রী কেন্দ্রীয় কালীমন্দির কমিটির সাবেক সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র সাহার সভাপতিত্বে ও সাংবাদিক উৎপল দে এর সঞ্চালনায়
স্বর্গীয় কানাই লাল সাহার ছেলে দিলীর সাহার পক্ষ থেকে পূজার উপহার বিতরণ করা হয়।
পূজার উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন,বীর মুক্তিযোদ্ধা অসিত ভন্দ্র, সার্বজনীন শ্রী শ্রী কেন্দ্রীয় কালীমন্দির কমিটির যুগ্ম আহ্বায়ক সত্যজিৎ সাহা বুলু, সদস্য দীপঙ্কর সাহা টিটু,দূর্গাপূজা কমিটির সদস্য সচিব মোদন সাহা অপু, সদস্য অধ্যাপক অসীম কুমার ঘোষ,সদস্য শিক্ষক প্রবীর দত্ত, স্বর্গীয় কানাই লাল সাহার সহধর্মিনী সন্ধ্যা রানী সাহা, দিলীর সাহার সহধর্মিনী সরস্বতী সাহা প্রমুখ।
Leave a Reply