[english_date]।[bangla_date]।[bangla_day]

মতলব দক্ষিণে হেল্প এন্ড হোপ সংগঠনের উদ্যোগে মেধাবৃত্তি ২০২২ অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদকঃ

মতলব দক্ষিণে হেল্প এন্ড হোপ সংগঠনের উদ্যোগে মেধাবৃত্তি ২০২২ অনুষ্ঠিত

মোঃ রিফাত পাটোয়ারী, মতলব দক্ষিণ প্রতিনিধি:

মতলব দক্ষিণ উপজেলার স্বেচ্ছাসেবী, সামাজিক ও শিক্ষামূলক সংগঠন হেল্প এন্ড হোপ সংগঠনের আয়োজনে সফলভাবে প্রথমবারের মতো মেধা-বৃত্তি পরীক্ষা ২০২২ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ৬ জানুয়ারি (শুক্রবার) উপজেলার আশ্বিনপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে অনুষ্ঠিত মেধা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন ঐ প্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে একাদশ শ্রেণীর শতাধিক শিক্ষার্থী। পরীক্ষা চলাকালীন সময়ে পরিদর্শন আসেন সংগঠনের সভাপতি মোঃ সাখাওয়াত হোসেন সোহাগ, সহ-সভাপতি সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক মোঃ সোহরাব হোসেন পিন্টু, সাংগঠনিক সম্পাদক মোঃ বাবুল হোসেন, সদস্য কামরুল ইসলাম, সোহেল রানা সহ অন্যান্য নেতৃবৃন্দ। অত্র মেধা বৃত্তির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোঃ আবু ইউসুফ (মনা)।

মেধাবৃত্তি পরীক্ষায় পর্যবেক্ষকের দায়িত্ব পালন করেন প্রভাষক মোঃ আশরাফুল জাহান শাওলিন, প্রভাষক সোহেল মিয়া, শিক্ষক মোঃ শরীয়ত উল্লাহ।

পরিদর্শনকালে সংগঠনের সভাপতি বলেন, সামাজিক সংগঠন হেল্প এন্ড হোপ এ বছর থেকেই ধারাবাহিকভাবে মেধা বৃত্তি পরীক্ষার আয়োজন করবে। আমরা চাই সকলের সম্মিলিত প্রচেষ্টায় মেধাবীদের বের করে এনে সঠিক পৃষ্ঠপোষকতার মাধ্যমে উৎসাহ দিয়ে সমাজ গঠনে ভূমিকা রাখতে। তিনি আরো বলেন, হেল্প এন্ড হোপ একটি অরাজনৈতিক, সামাজিক ও শিক্ষামূলক সংগঠন। শিক্ষামূলক ও সামাজিক কাজ করাই আমাদের প্রধান লক্ষ্য। আমরা সকলের সার্বিক সহযোগিতায় মানুষের কল্যাণে সেবামূলক উদ্যোগ নেওয়ার চেষ্টা করবো। আমাদের এ ধরনের উদ্যোগ অব্যহত রাখতে সর্বস্তরের মানুষের দোয়া আর্শিবাদ ও সার্বিক সহযোগিতা কামনা করছি।

আশ্বিনপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ গাজী মোঃ আব্দুল মান্নান বলেন, আমরা এ উদ্যোগকে স্বাগতম জানাই। প্রতিটি ইউনিয়নে যদি হেল্প এন্ড হোপ সংগঠনের মতো এই রকম সৃজনশীল উদ্যোগ নেওয়া হয়, তাহলে দেশের শিক্ষার হার আরো অগ্রগতি হবে।

মেধা বৃত্তি পরীক্ষার হল পর্যবেক্ষনে দায়িত্বে থাকা শিক্ষকরা বলেন, আমরা সবাই মিলে শিক্ষাক্ষেত্রে এ ধরনের উদ্যোগ নিলে সমাজ ও দেশ উপকৃত হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *