[english_date]।[bangla_date]।[bangla_day]

ভিকটিমকে পরিবারের হাতে হস্তান্তর করলেন মানবিক পুলিশ মনিরুজ্জামান।

নিজস্ব প্রতিবেদকঃ

তুষার কবিরাজ (খুলনা)প্রতিনিধি।

খুলনার হরিণটানা থানার এস আই মল্লিক মনিরুজ্জামান মানবিক পুলিশের এক উজ্জ্বল দৃষ্টান্ত। দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়ানো যেন তার পেশা ও নেশা। আবারও তিনি মিনা বেগম(৭০)এক নারীকে পরিবারের হাতে হস্তান্তর করেছেন। গত ২০ সেপ্টেম্বর রাত আনুমানিক ১১টার সময় জনৈক মোঃ আইয়ুব আলী শিকদার মোবাইল ফোনে হরিণটানা থানার ডিউটি অফিসারকে জানান যে, মানসিকভাবে কিছুটা অসুস্থ্য অজ্ঞাত এক বয়ষ্ক নারী কেডিএ আবাসিক এলাকায় ঘোরাফেরা করছে। উক্ত সংবাদের ভিত্তিতে এসআই মোঃ মনিরুজ্জামান সঙ্গীয় নারী কনস্টেবল সহ ঘটনাস্থলে পৌছায় এবং ঐ নারীকে উদ্ধার করে হেফাজতে নেন। হরিণটানা থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলামের নির্দেশনায় ভিকটিমকে নিরাপদ হেফাজতে রাখার জন্য ভিকটিম সাপোর্ট সেন্টারে সোনাডাঙ্গায় হস্তান্তর করেন। ভিকটিম সাপোর্ট সেন্টারের এসআই যথাক্রমে নাজমা আক্তার, ডলি সরকার ও আফসানা ইয়াসমিন ভিকটিমকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করলে সে জানায় তার নাম মিনা বেগম স্বামীর নাম মৃত বাচ্চু সাং-সরদারপাড়া, জেলা-কুড়িগ্রাম। উক্ত অফিসারগণ কুড়িগ্রাম সদর থানায় যোগাযোগ করলে ডিউটি অফিসার কুড়িগ্রাম সদর থানার মাধ্যমে সরদার পাড়ার মেম্বর হারুনের মোবাইল নাম্বর সংগ্রহ করেন। পরবর্তীতে মেম্বর এর মাধ্যমে জানা যায় যে, আছিয়া বেগম নামে একজন বয়স্ক মহিলা (মানসিকভাবে অসুস্থ্য) নিখোঁজ রয়েছেন। মেম্বরের মাধ্যমে তার দুঃসম্পর্কের বোনের ছেলে আতাউর রহমানের সাথে যোগাযোগ করলে সে জানায় যে, ভিকটিম এর নাম আছিয়া বেগম ওরফে মিনা বেগম,স্বামী-মৃত: ইসাহাক ইসলাম সাং-সরদারপাড়া থানা ও জেলা-কুড়িগ্রাম।উক্ত ভিকটিম আছিয়া বেগম (৭০) এর স্বামী ও সন্তান নাই এজন্য তিনি দুঃসম্পর্কের বোনের ছেলের কাছে থাকেন। উক্ত ভিকটিম কে নিয়ে যাওয়ার জন্য বলা হলে তিনি আসতে অস্বীকৃতি জানান। কারণ উক্ত ভিকটিম মাঝে মাঝে কাউকে কিছু না বলে এখানে সেখানে চলে যায়। বার বার তাকে অনুরোধ করলেও আসতে রাজি না হওয়ায় কুড়িগ্রাম সদর থানা পুলিশ কে ভিকটিমের বোনের ছেলে আতাউর এর বাড়িতে পাঠানো হলে তিনি আর্থিক সমস্যার কথা বলেন। তাকে আর্থিক সহায়তা দেওয়া হবে এই মর্মে আসতে বলা হয়। তখন তিনি রাজি হয়। অদ্য ২৩ সেপ্টেম্বর ভিকটিমকে তার নিকট আত্মীয় রূপালী বেগমের নিকট হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড প্রেটোকল) জনাব মোছাঃ তাসলিমা খাতুন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) সোনালী সেন, পিপিএম-সেবা, ইনচার্জ, ভিকটিম সাপোর্ট সেন্টার মোছাঃ পারভীনা খাতুন, হরিণটানা থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম ও এসআই(নিঃ) মোঃ মনিরুজ্জামান এবং ভিকটিম সাপোর্ট সেন্টারের সকল অফিসার ও ফোর্স।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *