নিজস্ব প্রতিবেদকঃ

সুজন কুমার তঞ্চঙ্গ্যা।
রাঙ্গামাটি জেলা প্রতিনিধি।
রাঙ্গামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের আয়োজনে, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের সার্বিক সহযোগিতায় ০৫দিন ব্যাপী বিজু, সাংগ্রাই,বৈসুক,বিষু মেলা ২০২২ রাঙ্গামাটি সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে শুরু হয়েছে।
৪ এপ্রিল ( সোমবার) রাঙ্গামাটি জেলা পরিষদের মাননীয় চেয়ারম্যান জনাব অংসুপ্রু চৌধুরীর সভাপতিত্বে — মেলার উদ্বোধন করেন— খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
মেলায় উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বৈসাবী উৎসবটি সম্প্রদায়িক সম্প্রিতির মিলন মেলা এখানে থাকেনা কোনো হিংসা বিদ্বেষ।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের নির্দেশনা দিয়েছেন, পার্বত্য অঞ্চলসহ দেশের সকল অঞ্চলে, ক্ষুদ্র, ক্ষুদ্র জাতিসত্তা রয়েছে, তাদের ভাষা,কৃষ্টি ও সংস্কৃতি বিলুপ্তি হতে চলছে, সে সকল ভাষা ও সংস্কৃতি আমাদের সংরক্ষণ করতে হবে।
এ সময় অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইমতাজ উদ্দিন, এনডিসি, পিএসসি, ব্রিগেড কমান্ডার ৩০৫ পদাতিক ব্রিগেড, জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান রাঙ্গামাটি,পার্বত্য জেলা, পুলিশ সুপার,মীর মোদ্দাছের হোসেন। বাংলাদেশ আওয়ামী লীগ রাঙ্গামাটি জেলা শাখার সাধরণ সম্পাদক এবং জেলা পরিষদের সম্মানিত সদস্য হাজী মুছা মাতব্বর, রাঙ্গামাটি সদর উপজেলার চেয়ারম্যান শহীদুজ্জামান মহসিন রোমান।
এবং বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তাবৃন্দ,ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া, সাংবাদিকবৃন্দ সহ সর্ব স্তরের সকল নেতৃবৃন্দ, বিভিন্ন জাতিগোষ্ঠী উপস্থিত ছিলেন।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ঐতিহ্য বাহী ক্ষুদ্র নৃ গোষ্ঠীর নৃত্য প্রর্দশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়েছে।
Leave a Reply