[english_date]।[bangla_date]।[bangla_day]

বিলাইছড়ি থানার উদ্যোগে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মোটর বাইক চালকদের নিয়ে বিশেষ প্রচারভিযান ।

নিজস্ব প্রতিবেদকঃ

সুজন কুমার তঞ্চঙ্গ্যা।

বিলাইছড়ি (উপজেলা) প্রতিনিধিঃ-বিলাইছড়তে আইন মেনে সড়ক চলি, নিরাপদে ঘরে ফিরি – এই শ্লোগানকে সামনে রেখে মোটর বাইক চালক ও যাত্রীদের নিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে এক বিশেষ প্রচারভিযান পরিচালিত করা হয়েছে ।

বুধবার (১৫ ফ্রেব্রুয়ারি) উপজেলা প্রশাসনের সহযোগিতায় বিলাইছড়ি থানার উদ্যোগে বাজার প্রাঙ্গণে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ( বিআরটিএ) এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এর অধীনে, রাঙ্গামাটি সার্কেল- রাঙ্গামাটি পার্বত্য জেলার জাতীয় সড়ক দিবস উপলক্ষে দেশে অন্যান্য উপজেলার মত বিলাইছড়ি উপজেলাতেও দিবসটি পালন করা হয়েছে।

এতে থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর – এর নেতৃত্বে মোটর বাইক চালকদের নিয়ে এ প্রচারভিযান করা হয়েছে।
এবং চালকদের বলা হয় নারী,শিশু, প্রতিবন্ধী ও বয়স্কদের গণপরিবহনে যাতায়াত নিশ্চিত করতে পরিবহন মালিক, শ্রমিক ও যাত্রীদের প্রতি আহবান জানানো হয়। এর আরো বলা হয় যে গতিসীমা মেনে চলা, হেলমেট পরিধান এবং চলন্ত গাড়িতে উঠানামা না করা, নিয়ম মেনে গাড়ি চালানো সহ ইত্যাদি ইত্যাদি বিষয়ে ধারণা দেওয়া হয়েছে বলে জানা যায়।

উপজেলা প্রতিনিধি।
১৫/০২/২০২৩ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *