[english_date]।[bangla_date]।[bangla_day]

বিলাইছড়িতে বস্তায় আদা চাষে সাফল্য দেখিয়েছে বেগেনাছড়ির শান্তি রঞ্জন ।

নিজস্ব প্রতিবেদকঃ

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,
বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ-বিলাইছড়িতে উপজেলা কৃষি অফিস কর্তৃক ২০২৪-২৫ অর্থবছরে বস্তায় আদা চাষে সাফল্য দেখিয়েছে কেংড়াছড়ি ইউনিয়নে নাড়াইছড়ি ব্লকের বেগেনা ছড়ি এলাকার কৃষক শান্তি রঞ্জন চাকমা।  বুধবার (১১ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা কৃষি অফিসার রাজেশ প্রসাদ রায় পরিদর্শনকালে তিনি এসব তথ্য জানায়।

তিনি আরও জানায়, কৃষি অফিসের সহায়তায় ১০ কেজি বীজ আদা নিয়ে সেখান থেকে  ১৮০  বস্তায় মাটি ও গোবর দিয়ে পদ্ধতিগতভাবে রোপণ করেছে। ১৮০ বস্তায় আদা বেড়ে বর্তমানে  নূন্যতম ১ কেজি উপড়ে হবে। তাহলে প্রতি বস্তায় ১ কেজি হলে ১৮০  বস্তায় ১৮০ কেজি। বাজারে ১ কেজি ১০০ টাকার উপরে বিক্রি করতে পারে। সে হিসেবে ১৮,০০০/= টাকা আসে। বাদ দিলে যদি ১২০ বস্তুা ধরা হয় তাহলে ১২০০০/= টাকা পাবে। ১০,০০০ – ২০০০= লাভ  ১০,০০০/=

উপজেলা কৃষি অফিসার রাজেশ প্রসাদ রায় জানান, নাড়াইছড়ি ব্লকের বেগেনাছড়িসহ উপজেলার অনেক জনকে দেওয়া হয়েছে। এই পদ্ধতিতে বাড়ীর আঙ্গিনায়, ছাদের উপরে এবং খুব অল্প জায়গায়  চাষ করা যায়। এতে নিজের চাহিদার পাশাপাশি বিক্রয়ও করা যাবে। বেশী করলে ব্যাপক লাভবানও হতে পারবে। আমাদের প্রশিক্ষণ ও পরামর্শ নিয়মিত অব্যাহত থাকবে। তবে আমরা বার বার একজনকে দিতে পারিনা।নিজ উদ্যোগে এগিয়ে আসতে হবে। 

এছাড়াও কৃষি অফিসার আদা চাষের প্রদর্শনী প্লট পরিদর্শনের পাশাপাশি ধানের  নমুনা শস্য কর্তন কর্মসূচী এবং  মসল্লার উন্নতজাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় ভার্মি কম্পোস্ট প্রযুক্তি সম্প্রসারণ প্রদর্শনী, মাচায় সবজি চাষ, ক্ষেতসহ অন্য্যন্য কৃষি  কার্যক্রম পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন কৃষি অফিসের উদ্যানতত্ব বিদ্ সুমন গুপ্ত, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুব্রত গুপ্ত, সুকান্ত কুমার মোদক,কৃষক বিশাল চাকমা, শান্তি রঞ্জন চাকমা , মধুসূদন চাকমা , দিবা রতন চাকমা  এবং শান্ত বালা সহ অন্যান্য কৃষকরা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *