[english_date]।[bangla_date]।[bangla_day]

বিলাইছড়িতে আশিকার ইয়ুথগ্রুপ কর্তৃক ট্যুর- ঝর্ণায় ভ্রমন, পিকনিক ও সভা অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদকঃ

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,
বিলাইছড়ি ( রাঙ্গামাটি) প্রতিনিধি-বিলাইছড়িতে বেসরকারি উন্নয়ন সংস্থা আশিকার আস্থা  প্রকল্পের ” ইয়ুথ গ্রুপ” কর্তৃক একটি ট্যুর – ঝর্ণায় ভ্রমন বা দেখা, বার্ষিক পিকনিক (বনভোজন) ও ইয়ুথগ্রুপ সক্রিয়করণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার  (২২ নভেম্বর ) দিনব্যাপী অনুষ্ঠানে উপজেলা ইয়ুথগ্রুপ- এর আয়োজনে, আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েট্ রাঙ্গামাটি-এর বাস্তবায়নে এবং সুইজারল্যান্ড সরকারের সহায়তায় কেংড়াছড়ি ইউনিয়নে নকাটাছড়া এলাকায় এই আয়োজন করা হয়।

 দিনব্যাপী ট্যুর-এ উপস্থিত ছিলেন  সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের প্রতিনিধি ও প্যানেল চেয়ারম্যান মেম্বার বাবুলাল তঞ্চঙ্গ্যা, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জাকির হোসেন , উপ-সহকারী কৃষি অফিসার রুবেল বড়ুয়া, প্রকল্পের ফিল্ড অফিসার রবিন চন্দ্র চাকমা, জেলা ট্রেনিং অফিসার সুশোভন চাকমা, আশিকার ম্যানেজার এডমিন ঝুমা লিয়া চাকমা, ফিল্ড এসোসিয়েট রাজর্শী চাকমা এবং ইয়ুথ গ্রুপের সভাপতি থুইপ্রু মার্মা (আকাশ), ইয়ুথ- বিশ্বজিৎ তঞ্চঙ্গ্যা, সুমনা তঞ্চঙ্গ্যা, অঞ্জলি চাকমা, সুইমাচিং মার্মা, অম্রাচিং মার্মা,লুনাসহ গ্রুপের অন্যান্য সদস্যরা। 

ট্যুর- এ সিদ্ধান্ত নেওয়া হয় যে, বিলাইছড়ি উপজেলার কেংড়াছড়ি ইউনিয়নে সবাইমিলে নকাটাছড়া ঝর্ণাও মূপ্পোছড়া ঝর্ণা দেখা এবং প্রকৃতি দেখা ,পরে ইয়ুথ গ্রুপের সক্রিয়করণ সভা, এরপরে ভোজে যোগ দেওয়া।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *