[english_date]।[bangla_date]।[bangla_day]

বিলাইছড়িতে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত।

নিজস্ব প্রতিবেদকঃ

সুজন কুমার তঞ্চঙ্গ্যা।

রাঙ্গামাটি জেলা প্রতিনিধিঃ-বিলাইছড়িতে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ( ১৫ অক্টোবর) সকাল ১০ঃ৩০ মিনিটে উপজেলা প্রশাসনের আয়োজনে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বিলাইছড়ি -এর সহযোগিতায় কুতুব দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে প্রথমে র‍্যালি করা হয়। পরে ছাত্র-ছাত্রী এবং আমন্ত্রিত অতিথিসহ সবাই হাত ধোয়ার ৭ টি পদ্মতি অবলম্বন করে হাত ধৌত করেন।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা,উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিন, উপজেলান সহকারী শিক্ষা অফিসার নিরালা কান্তি চাকমা,উপ-সহকারী কৃষি কর্মকর্তা ওয়ার্ড মেম্বার বাবুলাল তঞ্চঙ্গ্যা, স্কুল কমিটির সভাপতি জয়তুন তঞ্চঙ্গ্যা, প্রধান শিক্ষক পুতুল চন্দ্র তঞ্চঙ্গ্যা প্রমূখ।সভায় স্বাগত বক্তব্য রাখেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী বিপ্রেশ তালুকদার।

সভায় ছাত্র-ছাত্রীদের মাঝে হাত ধোয়ার উপকারিতা তুলে ধরেন এবং নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে উৎসাহিত করেন।এছাড়াও উপস্থিত বাচ্চাদের কাছ থেকেই হাত ধোয়া কেন প্রয়োজন প্রশ্ন করে সুন্দর, সাবলীল উওর পেয়েছেন বাচ্চাদের কাছ থেকে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *