[english_date]।[bangla_date]।[bangla_day]

বাঘাইছড়িতে একেপর এক অগ্নিকাণ্ড : নেই ফায়ার সার্ভিস সেবা।

নিজস্ব প্রতিবেদকঃ

মোঃমহিউদ্দিন বাঘাইছড়ি,রাঙ্গামাটি,প্রতিনিধি:

রাঙ্গামাটির বাঘাইছড়ি পৌরসভার ৫ নং ওয়ার্ড এর কাচালং বাজারে একটি মুদি দোকান আগুনে পুড়ে ছাই হয়েছে।

 

রবিবার রাত ০২:০০ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এতে প্রায় তিন লক্ষাধিক টাকার মালামাল,ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছে দোকান মালিক রাসেল চাকমা (৪০) পিতাঃ- তেজো কুমার চাকমা, সাং- কালী মোহন পাড়া,

ডাকঃ মারিশ্যা। থানাঃ- বাঘাইছড়ি।

 

দোকান মালিক বলে: বৈদ্যুতিক শর্টসার্কিট হতে আগুনের সূত্র পাত হতে পারে, আমার পরিবারের একমাত্র আয়ের উৎস ছিলো দোকানটি। এ দুর্ঘটনায় আমি মানসিক ভাবে ভেঙে পরেছি। বিভিন্ন আত্মীয় স্বজন থেকে ঋণ নিয়ে দোকানটি দাড় করিয়েছিলাম, ঋণ পরিশোধ করার সামর্থটুকু পুড়ে গেলো।

 

প্রতিবেশী এক ভদ্রলোক বলে: এই বাজারে বিগত বছরগুলোতে কয়েকবার আগুন ধরেছে। জনপ্রতিনিধি ও প্রশাসনের কোনো মাথা ব্যথা নেই এ বিষয়ে। ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন নিয়ে নানা তাল-বাহানা’র শেষ নেই। বিগত কয়েক বছর আগে জমি নির্ণয় করা হলে, ভবন তৈরীর নেই নামগন্ধ। অতি শীগ্রই ফায়ার সার্ভিস সেবা চালু না হলে মানুষ ভোগান্তি থেকেই যাবে। মানুষের সাজানো স্বপ্ন আগুনের কাছে হেরে যাবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *