[english_date]।[bangla_date]।[bangla_day]

বাঃহাঃ ইউনিয়ন তথ্য সেবা উদ্বোধন।

নিজস্ব প্রতিবেদকঃ

রাজস্থলী প্রতিনিধিঃ
রাঙামাটি জেলা রাজস্থলী উপজেলা ৩নং বাঃহাঃ ইউনিয়ন পরিষদের তথ্য সেবা উদ্বোধন করা হয়েছে। আজ ৩০ জানুয়ারি সকাল ১১ টায নিজ পরিষদ ফ্যাকাল্টি ভবনে এসময় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য নিউচিং মারমা বিশেষ অতিথি ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা ৩নং ইউপি চেয়ারম্যান আদোমং মারমা ওর্যাড মেম্বারগন ইখ্যাইমং মারমা মোঃ কামাল ক্যচিংহলা মারমা,স্থানীয় সাধারন জনগন সহ সাংবাদিকবৃন্দ। এর পর সকলকে মিস্টি মুখ করানো হয। এ তথ্য কেন্দ্র অনেক দিন পর ইউনিয়ন পরিষদের নিজ ভবনে পাশে পেয়ে থেকে সকলে সেবা পাব বলে এলাকাবাসী অত্যান্ত আনন্দের মুখুরিত দেখা যায়। বিগত দীর্ঘ যুগ ধরে তথ্য কেন্দ্র বাইরে অবস্থান থাকায় স্থানীয় জনসাধারণ তথ্য সেবা পেতে অনেক কষ্ট ভুগান্তি স্বীকার দেখা যায়। কযেকজন ভুক্তভোগিরা গণমাধ্যম কে জানান,আমরা এখন হতে নিয়মিত ইউনিয়ন পরিষদের ভবনে এসব সেবা পাব, তাই নবর্নিবাচিত চেয়ারম্যান নিজ উদ্যােগের অক্লান্ত পরিশ্রমে ফলে কাছে এ সেবা এনেছে জনগণের সেবা সুযোগ সুবিধা প্রদান করা। সাথে এ মহতী কাছে সেবা আনার জন্য এলাকাবাসীরা নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানকে অভিনন্দন ও ধন্যবাদ জানান। ইউপি চেয়ারম্যান বলেন,আমাকে আপনারা ভোটার মাধ্যমে নির্বাচিত করে চেয়ারে বসিয়েছেন। তাই আপনাদেনকে যতটুকু সম্ভব বিভিন্ন ধরনের সেবা দিতে চেস্টা করব। এখন হতে নিয়মিত ইউনিয়ন পরিষদ ভবনে ডিজিটাল তথ্য সেবা পাবেন। বর্তমানে ও ভবিষ্যৎ আপনারা এ তথ্য কেন্দ্রে হতে যেকোন সেবা দিতে প্রস্তুত । এই ডিজিটাল তথ্য কেন্দ্র আমার নয় আপনাদের সে্বা তথ্য কেন্দ্র হিসেবে মনে করবেন। যতটুকু পারি আপনাদের পাশে থেকে সার্ভিস দিব।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *