নিজস্ব প্রতিবেদকঃ

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,
বিলাই ছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি:- রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সহযোগী ও অঙ্গ সংগঠন, সকল ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দের নিয়ে – ২৯৯ নং আসনে বিএনপি’র মনোনীত প্রার্থীর প্রচারণায় মতবিনিময় ও পরামর্শমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর ) ইউনিয়ন বিএনপি- অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে ইউনিয়ন পরিষদ হলরুমে এক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি এম এ সালাম ফকির।
ফারুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শামশু তঞ্চঙ্গ্যা’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ- সভাপতি ইমাম হাসান সিকদার, চাথোয়াই রোয়াজা, সাধারণ সম্পাদক মোঃ জাফর আহাম্মদ, উপজেলা যুবদলের সভাপতি মো. রেজাউল করিম রনি, যুবদলের সাধারণ সম্পাদক শান্তি রায় চাকমা এবং সঞ্চালনায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খুশি বাবু তঞ্চঙ্গ্যা। এতে আরো উপস্থিত ছিলেন রিনলম পালম বমসহ উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ
উক্ত সভায় বক্তারা বলেন জাতীয় সংসদ নির্বাচনের ওয়ার্ড পরিচিতি সভার মূল উদ্দেশ্য হলো প্রার্থী এ্যাডভোকেট দীপেন দেওয়ান এর পক্ষে জনসমর্থন তৈরি করা, ভোটারদের মন জয় করা এবং দলের পক্ষে ভোট নিশ্চিত করা। ভোটারদেরকে তাদের ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব সম্পর্কে সচেতন করা এবং একটি সঠিক ভোট একটি এলাকার এবং দেশের ভবিষ্যৎ নির্ধারণ করে। মতবিনিময় সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর সুস্থতা ও রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া করেন ফারুয়া বাজার জামে মসজিদের ইমাম।
Leave a Reply