[english_date]।[bangla_date]।[bangla_day]

ফারুয়া ইউনিয়নে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে গণসমাবেশ অনুষ্ঠিত ।

নিজস্ব প্রতিবেদকঃ

সুজন কুমার তঞ্চঙ্গ্যা।

বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি:- বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নে পার্বত্য চুক্তি বিরোধী ও জুুন্ম স্বার্থ পরিপন্থী সকল যড়যন্ত্র প্রতিহত করে জাতীয় ঐক্য ও সংহতি সুদৃঢ় করুন এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান জানিয়েছেন চুক্তির – ২৮ বছর পূর্তিতে গণসমাবেশ বক্তারা। 

মঙ্গলবার (২ রা ডিসেম্বর) সকাল ১০:০০ টায় পার্বত্য চট্টগ্রাম চুক্তি বর্ষপূর্তি উদযাপন কমিটির আয়োজনে এগুয়াছুই মাঠে সমাবেশে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বর্ষপূর্তি উদযাপন কমিটির আহ্বায়ক জীবন বিকাশ তঞ্চঙ্গ্যা’র (সাবেক মেম্বার) সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য ও জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য সাধুরাম ত্রিপুরা (মিল্টন)।

আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন জনসংহতি সমিতি বিলাইছড়ি উপজেলার সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান  বীরোত্তম তঞ্চঙ্গ্যা, যুব সমিতি রাঙ্গামাটি জেলা কমিটি’র সাধারণ সম্পাদক সুমিত্র চাকমা, পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটি’র সহ-সভাপতি জিকু চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের থানা কমিটির সভাপতি নিকেল চাকমা, ফারুয়া ইউনিয়ন হেডম্যান ও কার্বারী সমিতির সভাপতি নির্মল তঞ্চঙ্গ্য ও পাড়ার হেডম্যান  সমূল্য তঞ্চঙ্গ্যা এবং  টনি বম।

এছাড়াও উপস্থিত ছিলেন  মহিলা মেম্বার মনিলতা তঞ্চঙ্গ্যা, কালতি তঞ্চঙ্গ্যা, রিনু কুমার তঞ্চঙ্গ্যা, নিরন্জয় তঞ্চঙ্গ্যা, অনচন্দ্র ত্রিপুরা, সুমন কান্তি তঞ্চঙ্গ্যা, নিলু হেডম্যান,২ উজ্জ্বল হেডম্যান, ভরতচন্দ্র তঞ্চঙ্গ্যা, সতেজ তঞ্চঙ্গ্যা, রিতা তঞ্চঙ্গ্যা। সঞ্চালনায় আয়োজক কমিটির সদস্য সচিব ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রবিন তঞ্চঙ্গ্যা।

বক্তারা বলেন – চুক্তি বাস্তবায়নে ২৮ বছর অনেক সময় হয়ে  গেছে। কোনো সরকার চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়নে আন্তরিক নয়। এই চুক্তি পার্বত্য আদিবাসীদের একটি সনদ। যতই বাধা আসুক। শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও এ-ই চুক্তি বাস্তবায়ন করা হবে। বক্তারা আরও বলেন,দুদুক ছড়া হতে ঘুনধুম পর্যন্ত সকল যুব সমাজকে একত্রিত হয়ে লড়াই চালিয়ে যেতে হবে। আঘাত আসলে পাল্টা আঘাত করতে হবে। শেখ মুজিব জুম্ম জাতির সঙ্গে বেইমান করেছে। সে জন্য আর কোনো সরকারকে বিশ্বাস করা যায় না।আমাদের সংস্কৃতি ভাষা টিকে থাকতে রাখতে হলে লড়াই চালিয়ে যেতে হবে। আন্দোলনের মাধ্যমে সরকারকে চুক্তি করতে যেমনি বাধ্য করা হয়েছে, তেমনি আন্দোলনের মধ্য দিয়েও চুক্তি বাস্তবায়ন করে ছেড়ে দেওয়া হবে । প্রয়োজনে  যেকোন আন্দোলনে যেতে প্রস্তুত ! তা-ই ডাক আসলে পার্বত্য চুক্তি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। 

 সমাবেশে ফারুয়া ইউনিয়নে প্রত্যেক পাড়া হতে হেডম্যান, কার্বারী, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তি তাদের জনগণ নিয়ে মিছিল নিয়ে  গণসমাবেশে যোগ দেন। যোগ দেন বড়থলি ইউনিয়ন হতেও। সভায় হাজারো মানুষের উপস্থিতিতে প্রায় সকল আদিবাসী ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এবং  সুশীল সমাজের মানুষেরা অংশগ্রহণ করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *