[english_date]।[bangla_date]।[bangla_day]

প্রথমবারের মত আঙ্গুলের জাপ নিয়ে১০টাকার চাইল বিতরন।

নিজস্ব প্রতিবেদকঃ

 

 

বাগেরহাট মোরেলগঞ্জ প্রতিনিধি, মোঃগালিব খান।

 

অসহয় মানুষের মাজে১০টকা দরে ৩০ কেজি চাইল বিতরন করাহয়।বছরে প্রথম পাচ মাস এ চাইল বিতরন করাহয়ে থাকে।প্রতি বারের মত এবারো চাইল বিতরন করতে দেখাগেছে।তবে এবারের চাইল বিতরন ছিলো একটু আলাদা।আঙ্গুলের ছাপ নিয়ে চাইল বিতরন করেছেন কর্তীপক্ষরা।অসহয় গরীব মানুষকে রেসন কাট এর মাদ্ধমে(১০) টাকা কেজি দরে প্রতিমাসে (৩০) কেজি চাইল বিতরব করাহয়।তবে এবারের আঙ্গলের মাদ্ধমে চাইল বিতরনে খুসি সাধারন মানুষ।সাধারন মানুষ মনে করেন আঙ্গলের ছাপ এর মাদ্ধমে চাইল বিতরন করলে দুর্নীতি হবার কোনো সুজগই থাকবেনা।আগামি দিন গুলোতেয়ো এবারের পদ্ধতিতে চাউল বিতরন করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *