[english_date]।[bangla_date]।[bangla_day]

নীরবতা ভেঙ্গে প্রতিবাদ জানিয়েছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট বুহারি। ♦

নিজস্ব প্রতিবেদকঃ

নীরবতা ভেঙ্গে প্রতিবাদ জানিয়েছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট বুহারি।
জসিম মাহমুদ♦
নাইজেরিয়ার প্রেসিডেন্ট মারা গেছেন এবং তার জায়গায় একজন সুদানি ছদ্মবেশীকে প্রেসিডেন্ট হিসেবে চালানো হচ্ছে, এমন গুজব ছড়িয়ে পড়ার পর নীরবতা ভেঙ্গে এর প্রতিবাদ জানিয়েছেন প্রেসিডেন্ট বুহারি। এক সম্মেলনে যোগ দিতে পোল্যান্ডে থাকা বুহারি স্থানীয় এক টাউন হলে প্রবাসী নাইজেরীয়দের উদ্দেশ্যে বলেছেন, “এটিই সত্যিকারের আমি, আমি আপনাদের নিশ্চিত করছি। শিগগিরই আমি আমার ৭৬তম জন্মদিন উদযাপন করবো এবং আমি সবলই থাকবো। ‘শরীর খারাপ থাকার সময় অনেকেই আমার মৃত্যু চেয়েছে।’ যারা তার মৃত্যুর গুজব ছড়িয়েছে তাদের ‘অজ্ঞ ও অধার্মিক’ বলে অভিহিত করেছেন তিনি। বুহারির মন্তব্যগুলো একটি ইমেইল বিবৃতি হিসেবে বিতরণ করেছে নাইজেরিয়ার প্রেসিডেন্টের দপ্তর যার শিরোনাম করা হয়েছে ‘এটিই সত্যিকারের আমি, ক্লোনিংয়ের অভিযোগের বিষয়ে প্রেসিডেন্ট বুহারির জবাব’।
প্রকাশ করা হয়নি এমন এক অসুস্থতার কারণে গত বছর পাঁচ মাস ব্রিটেনে চিকিৎসা নিয়েছিলেন বুহারি। আগামী ফেব্রুয়ারিতে নাইজেরিয়ার পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাও করবেন তিনি। কয়েক মাস ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বুহারির মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছিল। একটি তত্ত্ব সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া হয়েছিল, যাতে বলা হয়েছিল বুহারির বদলে তার মতো দেখতে সুদান থেকে নিয়ে আসা জুবরিল নামে একজনকে প্রেসিডেন্ট হিসেবে চালানো হচ্ছে। এ গুজব ছড়িয়ে দেওয়ার সঙ্গে বিরোধী পক্ষের কিছু রাজনীতিকও জড়িত ছিলেন। এসব গুজবের পক্ষে কোনো প্রমাণ দাখিল করা না হলেও এমন দাবি করে তৈরি করা ভিডিওগুলো এখনও ইউটিউব ও ফেসবুকে হাজারোবার দেখা হচ্ছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *