[english_date]।[bangla_date]।[bangla_day]

ধামইরহাটে লকডাউনের ষষ্ঠ দিনে সর্বমোট ৮৬ মামলা, ২৬ হাজার ৮শ টাকা জরিমানা আদায়

নিজস্ব প্রতিবেদকঃ

সন্তোষ কুমার সাহা, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর ধামইরহাটে ১৪ দিনের ঘোষিত লকডাউনের ৬ষ্ঠ দিন পর্যন্ত লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসন, পুলিশ, বিজিবি, সেনা বাহিনী ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাঠে মোবাইলকোর্টসহ ঝটিকা অভিযান চালিয়ে যাচ্ছেন । সরকারি বিধিনিষেধ অমান্য করে দোকানপাট খোলার দায়ে ৮৬টি মামলায় ২৬ হাজার ৮শ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালতের সহকারী (পেসকার) মেহেদী হাসান জানান,সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সিব্বির আহমেদ ২৩ জুলাই থেকে ২৮ জুলাই পর্যন্ত আইন অমান্যকারীদের ৭০টি মামলায় ২৩ হাজার ৬শ টাকা জরিমানা আদায় করেন। অপরদিকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট গনপতি রায়, জনগনকে সচেতন করার পাশাপাশি ১৬টি মামলায় ৩ হাজার ২শ টাকা জরিমানা আদায় করেছেন বলে পেসকার বাদল হোসেন জানান।

২৮ জুলাই সারাদিন উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায় ও সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সিব্বির আহমেদ আইনশৃঙ্খলা বাহিনীদের নিয়ে কঠোর অবস্থানে মাঠে ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *