[english_date]।[bangla_date]।[bangla_day]

দুর্গম  বড়থলি ইউনিয়নে দুস্থ-অসহায় মহিলাদের নগদ অর্থ সহায়তা ।

নিজস্ব প্রতিবেদকঃ

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

বিলাইছড়ি ( রাঙ্গামাটি) প্রতিনিধি- বিলাইছড়ি  উপজেলার দুর্গম ৪ নং বড়থলিতে দুস্থ ও অসহায় মহিলাদের ( ভিজিডি/ ভিডাব্লিউবি) নগদ অর্থ সহায়তা/ বিতরণ প্রদান করা হয়েছে। বুধবার ( ৮ অক্টোবর) দুপুরে বড়থলি ত্রিপুরা পাড়ায় ৪ নং বড়থলি ইউনিয়ন পরিষদ  চেয়ারম্যান জামাইয়া তঞ্চঙ্গ্যা নিজেই উপস্থিত থেকে ৪২ জনকে এইসব নগদ অর্থ সহায়তা প্রদান করেন। 

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন  ওয়ার্ড মেম্বার সাধুরাম ত্রিপুরা, আখ্যামং,  সাবেক মেম্বার ও কার্বারীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন বলে জানা গেছে। একত্রে নতুন  তিন মাসের প্রবারণা সময়ে  এই নগদ অর্থ সহায়তা / বিতরণ করা হয়েছে বলে তিনি জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *