[english_date]।[bangla_date]।[bangla_day]

তজুমদ্দিনে স্বতন্ত্র প্রার্থীর গণসংযোগ

নিজস্ব প্রতিবেদকঃ

রায়হান কাজি তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি ভোলারতজুমদ্দিন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে শনিবার গণসংযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী মোশারেফ হোসেন দুলাল।

উপজেলা সদর, চাঁচড়া, চৌমুহনী, খাসেরহাট ও ডাইয়ারপাড় এলাকায় গণসংযোগ করেন তিনি।

গণসংযোগে দুলাল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারের উপজেলা নির্বাচন দলীয় মনোনয়নের বাহিরেও উন্মুক্ত করে দিয়েছেন। আমাদের এমপি নুরুন্নবী চৌধুরী শাওন এখনো নিরপেক্ষতা বজায় রেখেছেন। আপনারা গুজবে কান দিবেন না। ৩১ তারিখে কেন্দ্রে যাবেন, যাকে খুশি তাকে ভোট দিবেন। তিনি উৎসবমুখর ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বহাল রাখতে ভোটার, দলীয় নেতাকর্মী ও প্রশাসনের প্রতি আহবান জানান। এ উপজেলার মোট ভোটার ৮৫ হাজার ৮শ ৪৫ জন।

এ সময় তিনি তার আনারস প্রতীকে ভোট দিয়ে তজুমদ্দিনের উন্নয়নে শরীক হওয়ার আহবান জানান

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *