[english_date]।[bangla_date]।[bangla_day]

ডুমুরিয়ায় পুলিশের অভিযানে চুরি হওয়া গরু ও মাহিন্দ্রাসহ আটক ৩।

নিজস্ব প্রতিবেদকঃ

সরদার বাদশা
নিজস্ব প্রতিনিধি।

ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে চুরি যাওয়া গরু উদ্ধার ও তিনজন চোর এবং একটি মাহিন্দা আটক করেছে। গত রবিবার রাতে উপজেলার জিলেরডাঙ্গা এলাকা থেকে তাদের আটক করা হয়। পুলিশ এলাকাবাসী জানায়, খুলনা মহানগরীর দৌলতপুর থানাধীন তিন জনের একদল চোর মাহিন্দা যোগে গরু চুরি করে পালিয়ে যাচ্ছিলো। গোপন সংবাদ ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে। তারা হলো দৌলতপুর থানাধীন পাবলা গ্রামের বাবুল বিশ্বাসের ছেলে মোঃ ইমন বিশ্বাস (২১), একই এলাকার মৃত নুর মোহাম্মাদ খন্দকারের ছেলে মোঃ শামিম খন্দকার ও দেয়ানা এলাকার মৃত, ইসহাকের ছেলে আলামিন (৪০)। এসময় তাদের কাছ থেকে চুরি যাওয়া একটি গরু আসামীদের চোরাই কাজে ব্যবহৃত মাহিন্দ্রা আটক করা হয়। এবিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান, ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে নিয়মিত মামলা দায়ের হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *