[english_date]।[bangla_date]।[bangla_day]

ঝিকরগাছার অমৃত বাজার মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে গ্রীষ্মকালীন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ।

নিজস্ব প্রতিবেদকঃ

শাহাবুদ্দিন মোড়ল , ঝিকরগাছা:

যশোরের ঝিকরগাছা উপজেলার মাগুরা ইউনিয়নের অমৃত বাজার মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ৫০তম গ্রীষ্মকালীন আন্তঃ স্কুল, মাদ্রাসা ও কারিগরি জাতীয় ক্রিড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। উক্ত বিদ্যালয়টি উপজেলার পর্যায়ে কাবাডি, হ্যান্ডবল খেলায় চ্যাম্পিয়ন, জেলা পর্যায়ে কাবাডিতে চ্যাম্পিয়ন এবং বিভাগীয় পর্যায়ে কাবাডিতে রানার্সআপ হয়েছেন।
বুধবার দুপুর সাড়ে ১২টার সময়ের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাহিদুল ইসলাম।
অমৃত বাজার মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সভাপতি মোঃ গোলাম মোস্তফার সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মোঃ আক্তার ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন চাঁদ, যুগ্ম সম্পাদক শাহাবুদ্দিন মোড়ল, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম জীবন, সহ প্রচার সম্পাদক মিঠুন সরকার, উপজেলা ক্রিড়া সমিতির সাধারণ সম্পাদক বশির আহমেদ, রেফারি মিজানুর রহমান, বিদ্যালয়ের সাবেক সভাপতি আনারুল হক, সহকারী প্রধান শিক্ষক এনামুল আলম, ম্যানেজিং কমিটির সদস্য বাবুল ইসলাম, সামছুর রহমান, আব্দুল লতিফ, শান্তি মোড়ল, সালমা বেগমসহ আরো অনেকে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *