[english_date]।[bangla_date]।[bangla_day]

গুরুদাসপুর থানায় ২৫দিনে মাদকের ৪৫ মামলা রেকর্ড।

নিজস্ব প্রতিবেদকঃ

মোঃ সোহাগ আরেফিন (নাটোর প্রতিনিধি)।

 

নাটোরের গুরুদাসপুরে থানায় যোগদান করেই মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মতিন। যোগদানের ২৫ দিনে মাদকের বিরুদ্ধে ৪৫টি মামলা রেকর্ড করেছেন। গ্রেপ্তার করে চালান দিয়েছেন ৫০ জন আসামীকে। এলাকায় মাদকের ছড়াছড়ি থাকলেও ইতিপূর্বে ৩ মাসেও এতো মামলা হয়নি থানায়।

বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলার মাসিক আইন শৃঙ্খলা সভায় এসব কথা জানান ওসি আব্দুল মতিন।

গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার মো. তমাল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি স্থানীয় সাংসদ ও জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মো. আব্দুল কুদ্দুস এমপি, উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখ, ইউপি চেয়ারম্যান মো. শওকত রানা লাবু ও আলাউদ্দিন ভুট্রু এবং সাংবাদিক আলী আককাছ বক্তব্য রাখেন।

সভায় নতুন ওসির মাদক বিরোধী কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করা হলেও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কঠোর সমালোচনা করেন বক্তারা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *