[english_date]।[bangla_date]।[bangla_day]

কয়রা উপজেলা জামায়াতের আয়োজনে সুধী সমাবেশ অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদকঃ

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ।

খুলনার কয়রায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কয়রা উপজেলা শাখার উদ্যোগে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সামাজিক অবক্ষয় রোধ, ও নৈতিক সমাজ গঠনে, ও আগামীর বাংলাদেশ বিনির্মাণে ইসলামী মূল্যবোধের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

১০ ডিসেম্বর মঙ্গলবার বিকাল ৩ ঘটিকায় কয়রা উপজেলা জামায়াতের অফিস সংলগ্ন মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। কয়রা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মুহাঃ মিজানুর রহমানের সভাপতিত্বে ও কয়রা উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা শেখ সাইফুল্লাহ’র পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও জামায়াত মনোনীত খুলনা ৬ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ।

সমাবেশে আবুল কালাম আজাদ বলেন, ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ গড়ার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চায়। জাতি ধর্ম হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলে মিলে একটি কল্যাণকর রাষ্ট্র গঠন করতে চাই। আগামী ৮ ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনারা কারো চোখ রাঙানোর ভয় না পেয়ে কেন্দ্রে গিয়ে দাঁড়িপাল্লাতে ভোট দিবেন, আপনারা নিরাপদ থাকবেন ইনশাআল্লাহ।

এ-সময় অতিথি উপস্থিত ছিলেন, কয়রা উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্যগণ, কয়রা উপজেলার ইউনিয়ন আমীরগণ, শিক্ষক, ডাক্তার, সাংবাদিক, আইনজীবী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম, অধ্যক্ষ মাওঃ আবু বকর সিদ্দিকী, প্রতাপস্মরণী মাধ্যমিক বিদ্যালয়ের অবঃ প্রধান শিক্ষক দেবী রঞ্জন মন্ডল, কয়রা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন, উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক অরবিন্দ কুমার মন্ডল, প্রভাষক বিদেশ রঞ্জন মৃধা, প্রভাষক সুব্রত সরকার, উত্তর বেদকাশী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সরদার আবু হাসান প্রমুখ।

সমাবেশে উন্মুক্ত আলোচনা ও লিখিত প্রশ্ন গ্রহণ করেন এবং প্রশ্ন থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংসদ নির্বাচনের ইস্তেহারে নিয়ে আসবেন বলে আশ্বাস দেন তিনি।

কয়রা, খুলনা প্রতিনিধি
তারিখঃ ১০/১২/২৫ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *