নিজস্ব প্রতিবেদকঃ

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ
কয়রা উপজেলা পানি কমিটির আয়ােজনে সুপেয় পানির দাবিতে মামববন্ধন ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্বারকলিপি প্রদান করা হয়েছে।
২৩ অক্টােবর, বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। দাতা সংস্থা হেলভেটাস সুইস ইন্টারকােঅপারেশন বাংলাদেশর সহযােগীতায় এবং উত্তরণের এক্সসেস প্রকল্পের বাস্তবায়নে মানববন্ধনে সভাপতিত্ব করেন কয়রা উপজেলা পানি কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান এইচ এম শাহাবুদ্দীন। কয়রা উপজেলা পানি কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক শেখ মনিরুজ্জামান মনুর সঞ্চলনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন কয়রা উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি ইয়াছিন আলী, কয়রা উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি এসএম মিজানুর রহমান, কয়রা সদর ইউনিয়ন জামায়াতের আমির মিজানুর রহমান, সাংবাদিক কামাল হােসেন, পানি কমিটির সহ সভাপতি আনােয়ার হােসেন, ডাক্তার নুর ইসলাম খােকন, পানি কমিটির সদস্য ইউপি সদস্য আবু হাসান প্রমুখ।
সার্বিক সহযােগীতা করেন উত্তরণের এক্সসেস প্রকল্পের কয়রা উপজেলা কাে-অডিনেটর ফয়সাল মন্ডল, এক্সসেস প্রকল্পের মেহেদী হাসান টিটু ও আরাফাত রহমান প্রমুখ।
মানববন্ধন শেষে পানি কমিটির পক্ষ থেকে সুপেয় পানির দাবীতে উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্বারকলিপি প্রদান করা হয়।
কয়রা, খুলনা প্রতিনিধি
তারিখঃ ২৩/১০/২৫ ইং।
Leave a Reply