[english_date]।[bangla_date]।[bangla_day]

কয়রায় বসতবাড়ীতে আগুন লেগে ২টি ঘরভস্মীভূত ।

নিজস্ব প্রতিবেদকঃ

ল অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ

 খুলনার কয়রায়  বিদ্যুতের শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি পরিবারের ২টি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।  

২৮ সেপ্টেম্বর রবিবার রাত সোয়া ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৬নং কয়রা গ্রামের শ্যামল কয়ালের  বাড়ীতে এ অগ্নিকান্ডের  ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে, তবে  আগুন নেভানোর আগেই তাদের সব কিছু পুড়ে ছাঁই হয়ে যায়। স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যুতের সর্ট সার্কিট থেকে  হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে বলে ধরণা করা হচ্ছে । মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে, পুড়ে যায় ঘরের আসবাবপত্র থেকে শুরু করে  কাপড়চোপড়, নগদ টাকা ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী। মাথা গোজার ঠাঁইটুকু পুড়ে যাওয়ায় তাদের এখন খোলা আকাশের নিচে রাত্রী যাপন করতে হচ্ছে। 

শ্যামল কয়ালের প্রতিবেশী রবিন্দ্রনাথ  কয়াল বলেন, এখন পূজার আনন্দ নিয়ে সবাই ব্যস্ত তখন হঠাৎ বিদ্যুতের সর্ট সার্কিট থেকে আগুন লাগে। আগুন লাগা  ঘরের ভেতরে শ্যামলের স্ট্রোকে আক্রান্ত বৃদ্ধ বাবা মা ছিল । তখন কোন ভাবে স্থানীয়দের সহযোগীতায় প্রাণ নিয়ে ঘর থেকে বের করতে  পারলেও সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন তারা। এদিকে আগুনের খবর এলাকায়  ছড়িয়ে পড়লে দ্রুত এলাকাবাসী ঘটনাস্থলে পৌছিয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয় এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। 
ভুক্তভোগী শ্যামল কয়াল বলেন, আমার তিল তিল করে গড়া স্বপ্নটুক মুহুর্তেই সব পুড়ে ছাই হয়ে গেছে। শুধু পরনের কাপড় টুকু ছাড়া আর কিছুই নিতে পারিনি। শুধু বৃদ্ধ বাবা মাকে কোন ভাবেই ঘর থেকে বের করতে পেরেছিলাম। এখন কোথায় থাকবো কি খাবো ভেবে পাচ্ছি না। 

ফায়ার সার্ভিস কয়রা ষ্টেশনের কর্মকর্তা মোঃ আঃ সালাম জানান, উপজেলা সদর থেকে ১০ কিলোমিটার দূরের একটি বাড়ীতে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছানোর চেষ্টা করি। কিন্তু বাড়ীটি বেশ দূর্গম এলাকায় হওয়ায় চিকন ইটের রাস্তা দিয়ে গাড়ি ও প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে ঘটনাস্থল  পৌছাতে পৌছাতে ততক্ষণে ঘরের অধিকাংশ পুড়ে যায়। কয়রার রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পুলিশ প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ছাড়া প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগীতার আশ্বাস দেওয়া হয়েছে। 

কয়রা, খুলনা প্রতিনিধি 

তারিখঃ ২৯/০৯/২৫ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *