২রা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ।১৮ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ।শনিবার

কয়রায় খাবার পানি সংরক্ষণে ট্যাংকি বিতরণ।

নিজস্ব প্রতিবেদকঃ

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ

কয়রা উপজেলার আমাদী বাজারে অগ্রগতি সংস্থার বাস্তবায়নে নেটজ বাংলাদেশ ও বিএম জেডের সহযোগীতায় ৫৯ পরিবারের মাঝে ১ হাজার লিটার পানির ট্যাংকি বিতরণ করা হয়েছে।

৩১ জুলাই বৃহস্পতিবার সকাল ১০ টায় এই পানির ট্যাংকি বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক মোঃ আব্দুস সবুর বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নেটজ বাংলাদেশের ডিরেক্টর ফাইন্যান্স এন্ড এডমিন সত্যজিৎ সাহা ও সিনিয়র একাউন্ট ম্যানেজার সুমন পাল। এ সময় আরও উপস্থিত ছিলেন, প্রকল্প ব্যাবস্থাপক রিয়াজ আহমেদ, প্রকল্প হিসাব রক্ষক নাজমুল হক, ইউনিট ব্যবস্থাপক আব্দুল সালাম, মাঠ সহায়ক শহিদুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে জানানো হয় যে, অগ্রগতি সংস্থার সৃজন প্রকল্পে কয়রা উপজেলার ৩২০ পরিবারের মধ্যে নিরাপদ পানি সংরক্ষণের জন্য এক হাজার লিটারের ট্যাংকি স্থাপনের কাজ করছে। তারই অংশ বিশেষ প্রথম পর্যায় এই ট্যাংকি বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে সকল পরিবারের মধ্যে ট্যাংকি বিতরণ করা হবে।

কয়রা, খুলনা প্রতিনিধি
তারিখঃ ৩১/০৭/২৫ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিজস্ব প্রতিবেদক।
নগরীতে বাড়িতে ঢুকে মনোয়ার হোসেন টগর নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত সোয়া ৯টার দিকে সোনাডাঙ্গা থানাধীন সবুজবাগ এলাকা এ ঘটনা ঘটে। নিহত যুবক ওই এলাকার বাসিন্দা জামাল হাওলাদারের ছেলে। মসজিদের পাশে নিজের বাড়িতে তাকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, নিহত যুবক রংয়ের ঠিকাদার ছিল। রাত সোয়া ৯টার দিকে কয়েকজন যুবক তার বাড়িতে প্রবেশ করে এবং কিছু বুঝে ওঠার আগে তাকে ছুরিকাঘাত করে। বুকের ডান পাশে আঘাতটি লাগে। এরপর ওই ঠিকাদার মাটিতে লুটিয়ে পড়ে। পরে তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোনাডাঙ্গা মডেল থানার এস আই আব্দুল হাই বলেন, রাত সোয়া ৯টার দিকে ৩ জন যুবক তার বাড়িতে আসে। তাদের দরজা খুলে দিলে গল্পের একপর্যায়ে ওই তিনজন যুবকের একজন মনোয়ার হোসেন টগরের বুকের ডান পাশে ছুরি দিয়ে আঘাত করে। তিনি আরও বলেন, হত্যাকারীরা নিহতের পূব পরিচিত। তাদের সকলকে শনাক্ত করা হয়েছে। খুব শিগগিরই

খুলনা নগরীতে যুবককে ছুরিকাঘাতে হত্যা।