[english_date]।[bangla_date]।[bangla_day]

কয়রায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে জমায়াত নেতার মতবিনিময়।

নিজস্ব প্রতিবেদকঃ

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ 

কয়রার সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ড ৬নং কয়রা গ্রামের সনাতন ধর্মাবলম্বীদের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক এবং খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ    মতবিনিময় করেছেন।

 প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা প্রত্যেক নাগরিকের জন্য কেবল একটি আইনি বাধ্যবাধকতা নয় বরং এটি একটি নৈতিক ও ধর্মীয় দায়িত্ব । ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শেণীর মানুষের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা এবং তাদের সঙ্গে সহযোগীতামূলক মন-মানষিকতা নিয়ে কাজ করা ইসলামী মূল্যবোধেরই একটি অংশ। জামায়াতে ইসলামী সকল সম্প্রদায়ের মানুষকে সাথে নিয়ে কাজ করতে চায়। এদেশের জনগণ যদি বাংলাদেশ জামায়াতে ইসলামীকে দেশ পরিচালনা করার সুযোগ দেয় তাহলে শাসক না হয়ে জনগণের সেবক হিসেবে কাজ করবে। দেশের সকল সম্প্রদায়ের নাগরিকের মৌলিক  অধিকার নিশ্চিত করবে। 

২৩ অক্টোবর বৃহস্পতিবার বিকাল ৪:৩০ টায় কয়রা সদর ইউনিয়নের ৬নং কয়রা (গড়িয়াবাড়ী ) সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কয়রা সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের জামায়াতে ইসলামীর সভাপতি আব্দুল আজিজের  সভাপতিত্বে ও সেক্রেটারি  মুহাম্মদ রজব আলী মল্লিকের সঞ্চালনায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কয়রা উপজেলা জামায়াতের  আমীর ও কয়রা সদর ইউনিয়ন জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাওলানা মিজানুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কয়রা উপজেলা  সভাপতি মোল্যা শাহাবুদ্দীন শিহাব, কয়রা সদর ইউনিয়ন জামায়াতের আমীর গাজী মিজানুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক শেখ আব্দুল বারী, সনাতন ধর্মাবলম্বীদের মধ্য থেকে বক্তব্য রাখেন, শিক্ষক সুব্রত মিস্ত্রী, শিক্ষক সুকুমার থান্দার, মহেন্দ্র মন্ডল, দুলাল মিস্ত্রী, সমরেশ রায়, গুনধর গাইন, পুলিন মন্ডল, হিমাংশু মন্ডল, নীলিমা রায়, তুলশী গাইন প্রমুখ।

​দেশের সামগ্রিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে জামায়াতের এই নেতা আরও বলেন,  একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনে বাংলাদেশ জামায়াতে ইসলামী বদ্ধপরিকর এবং একটি ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায়, যেখানে সকল নাগরিক তাদের ধর্ম ও সংস্কৃতি নির্বিশেষে সমান সুযোগ ও নিরাপত্তা ভোগ করবে। সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি হলে কয়রা-পাইকগাছার উন্নয়নের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত হবে। তিনি বৈষম্যহীন একটি সমাজ গড়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করে বলেন, শোষণ ও জুলুম থেকে মুক্ত হয়ে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে। সকল জুলুম-শোষণ থেকে মুক্ত হয়ে একটি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সৎ ও যোগ্য নেতৃত্বের গুরুত্বের ওপরও জোর দেন। তিনি আরো বলেন,  বাংলাদেশের ঐতিহ্য দক্ষিণ খুলনায় অবস্থিত  সুন্দরবন। এই সুন্দরবন কে সুরক্ষা করতে হবে। সুন্দরবন সুরক্ষার জন্য প্রসাশনকে জোরালো ভুমিকা রাখবেন বলে আমরা প্রত্যাশা করি।

 সুন্দরবনে বনদস্যু আজকে ভরপুর হয়ে গেছে। এই বনদস্যুর ব্যাপারে প্রসাশনকে কঠোর পদক্ষেপ নিতে হবে। 

কয়রা, খুলনা প্রতিনিধি 
তারিখঃ ২৪/১০/২৫ ইং।
 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *