নিজস্ব প্রতিবেদকঃ

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) সাতক্ষীরা ঃ
সাতক্ষীরার কালীগঞ্জে বেকার যুব মহিলাদের উদ্যোক্তা তৈরির লক্ষ্যে স্থানীয় পর্যায়ের স্বল্পমূল্যে বাণিজ্যিকভাবে স্যানিটারি ন্যাপকিন তৈরি বিষয়ক ৬ দিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে।
৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা মহিলা ও শিশু উন্নয়ন কমিটির বাস্তবায়নে ও উপজেলা পরিষদের আয়োজনে ছয় দিনব্যাপী এই প্রশিক্ষণ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অন্না’ চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউ ডি এফ আসমা উল হুসনা,বাংলাদেশ সাংবাদিক সমিতি কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু , তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহমদ উল্লাহ বাচ্চু, প্রমূখ ।
প্রশিক্ষণের সহায়তা করেন উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও ও জাপান ইন্টারন্যাশনাল কোম্পানি এজেন্সি ( জাইকা) প্রশিক্ষণের ২০ জন যুব মহিলা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণটি আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।
ছবি- কালীগঞ্জে বেকার যুব মহিলাদের স্যানিটারি ন্যাপকিন প্রশিক্ষণ উদ্বোধন।
Leave a Reply