[english_date]।[bangla_date]।[bangla_day]

কাপ্তাই মৎস্য অবতরণ কেন্দ্রে প্রথমদিনে রাজস্ব আয় ৯ লাখ ।

নিজস্ব প্রতিবেদকঃ

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

 রাঙামাটি জেলা  প্রতিনিধি: দীর্ঘ ৩ মাস ২ দিন পর রাঙামাটির কাপ্তাই লেকে মাছ ধরা নিষেধাজ্ঞা শেষে আবারও প্রাণ ফিরেছে রাঙামাটির কাপ্তাই মৎস্য অবতরণ কেন্দ্রে।রবিবার (৩ আগস্ট) সকাল  হতে  কাপ্তাই মৎস্য অবতরণ কেন্দ্রে  কাপ্তাই লেক ধরে বাঘাইছড়ি, লংগদু, বরকল, বিলাইছড়িসহ বিভিন্ন উপজেলা হতে ইঞ্জিন চালিত বোটে করে জেলেরা  সারি সারি চাপিলা, কাচকি, আইড়, বাইম মাছ, ফলি,শিং  মাছ সহ নানা জাতের মাছের ড্রাম নিয়ে ভীড় করছে জেলের বোট। আর ব্যবসায়ীরা শুল্ক পরিশোধ করে সেসব মাছ দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছাতে বরফ দিয়ে সংরক্ষণের ব্যবস্থা করে তুলছে ট্রাকে। ব্যবসায়ী এবং জেলেদের মাঝে দীর্ঘদিন পর কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। এসময়  সবাই  ব্যস্ত। 

 কাপ্তাই মৎস্য উন্নয়ন উপ কেন্দ্রের প্রধান জসিম উদ্দিন জানান, রবিবার (৩ আগস্ট) সকাল ৬ টা হতে সন্ধ্যা  ৬ টা  পর্যন্ত এই অবতরণ কেন্দ্রে ৯ লাখ ২৪ হাজার ৫০০ টাকা রাজস্ব আয় হয়েছে। এসময় ৩৩ হাজার কেজি বিভিন্ন জাতের মাছ ব্যবসায়ীরা এই অবতরণ কেন্দ্রে শুল্ক দিয়ে দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে গেছেন। প্রতি বছরের ১ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত তিন মাসের নির্ধারিত নিষেধাজ্ঞা শেষে লেকে মাছ ধরা শুরু হলেও এই বছর বিএফডিসির প্রস্তুতির জন্য আরও ২ দিন বাড়িয়ে ২ আগস্ট পর্যন্ত নিষেধাজ্ঞার ৯৪ দিন মেয়াদ বর্ধিত করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *