এস.এম.আরফান আলী:
৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২২ এ উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হলেন শেরপুর জেলার শ্রীবরদী সরকারি কলেজ। মেলায় ৪টি প্রজেক্ট উপস্থাপনা করে কলেজের কয়েকজন ক্ষুদে বিজ্ঞানী। তাদের উদ্ভাবনী শক্তিকে উপস্থাপনা করেন এই মেলার সাহায্যে। দুইদিন ব্যাপী এই মেলায় অংশ নেন, ৭ টি মাধ্যমিক বিদ্যালয় ও ১ টি কলেজের শিক্ষক ও ছাত্রছাত্রীরা। ১৩ই জানুয়ারি (বৃহস্পতিবার) পুরুষ্কার বিতরণীর মাধ্যমে সমাপনী ঘটে বিজ্ঞান মেলার। উক্ত সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব নিলুফা আক্তার, উপজেলা নির্বাহী অফিসার শ্রীবরদী, অতিথি জনাব এ ডি এম শহিদুল ইসলাম চেয়ারম্যান, উপজেলা পরিষদ, জনাব মোহাম্মদ আলী লাল, মেয়র শ্রীবরদী পৌরসভা, জনাব মোঃ রেজুয়ান, জেলা শিক্ষা অফিসার শেরপুর, জনাব রুহুল আলম তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, জনাব মোঃ মোশারফ হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার, জনাব রুবিয়া বেগম, সহকারী প্রধান শিক্ষক, শ্রীবরদী আকবরিয়া পাবলিক পাইলট ইনস্টিটিউশন উপস্থিত ছিলেন।
Leave a Reply