কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।
আজ পশ্চিম বাংলার কলকাতা হাইকোর্টে গরু ও কয়লা পাচার কান্ডের একটি প্রসঙ্গ তুলে এমন একটি মন্তব্য করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শ্রী তীর্থঙ্কর ঘোষ জানান যে সি বি আই রাজ্যের যে কোন যায়গায় তদন্ত করতে পারে। গরু ও কয়লা পাচার কান্ডের মূল হোতা শ্রী বিনয় মিত্র গ্রেপ্তার করা ও ঐ কেসের সি বি আই এর এখতিয়ার সম্পকে এমন কথা বলেন বিচারপতি। তিনি বলেন যে, ২০১৮,সালের, তৎকালীন কলকাতা পুলিশের কমিশনার এর গ্রেপ্তার করা প্রসঙ্গে সি বি আই ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন পশ্চিম বাংলা সরকার। সেই সময় পশ্চিম বাংলা সরকার নবান্ন থেকে একটি নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছিল যে সি বি আই রাজ্যের কোন কেসের তদন্ত করতে গেলে নবান্ন থেকে অনুমতি লাগবে। সেই সময় পশ্চিম বাংলা সরকারের আইনজীবী শ্রী অভিষেক সিঙ্ঘ সিঙ্ঘভি বলেছিলেন যে সি বি আই রাজ্যের কোন মামলা ও কেসের তদন্ত করতে গেলে নবান্ন থেকে অনুমতি লাগবে। যা নিয়ে আইনি জটিলতা দেখা যায়। কিন্তু কয়লা ও গরু পাচার কান্ডের সঙ্গে যুক্ত পশ্চিম বাংলা সরকারের বহু আমলা ও পুলিশ অফিসার যুক্ত আছে বলে ঐ নোটিশ জারির বৈধতা চ্যালেঞ্জ করে। আজ পশ্চিম বাংলা হাইকোর্টের বিচারপতি শ্রী তীথন্কর ঘোষ জানান যে, ২০১৮,সালের, নোটিফিকেশন সাথে এই মামলার তদন্ত এর কোন সম্পর্ক নেই। তাই সি বি আই রাজ্যের যে কোন যায়গায় তদন্ত করতে পারে তা রাজ্যে সরকারের কাছ থেকে কোন অনুমোদন লাগবে না। সি বি আই কোটের নিদের্শ মতো কাজ করবে
Leave a Reply