মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশ ১ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) ভোর রাতে মাধবপুর উপজেলার মনতলা পূর্ব বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার চানপুর গ্রামের আ. রহমানের ছেলে মো. আবুল কাশেম (৩৪) ও একই এলাকার লক্ষিপুর গ্রামের আ. হামিদের ছেলে মো. রিপন মিয়া (২৬)।
কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর মুর্শেদ আলম গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার ভোর রাতে গোপন সূত্রে খবর পেয়ে মনতলা পূর্ব বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১ কেজি গাঁজা জব্দ করা হয়।
Leave a Reply