পটিয়ায় হযরত শাহচাঁন্দ আউলিয়ার মাজার জেয়ারত করলেন বিএনপি মনোনীত প্রার্থী এনামুল হক এনাম
———————————-
হযরত শাহচাঁন্দ আউলিয়ার মাজার জেয়ারত করলেন বিএনপি মনোনীত চট্টগ্রাম-১২ (পটিয়া) সংসদীয় আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী কারানির্যাতিত নেতা আলহাজ্ব এনামুল হক এনাম।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-শ্রম বিষয়ক সম্পাদক মঈনুল আলম ছোটন, পৌরসভা বিএনপি নেতা মো. ইব্রাহীম কমিশনার, কর্ণেল তাহের, ফরিদুল আলম, আহমদ কবির, কামাল মেম্বার, রাজা মিয়া সওদাগর আবু তাহের, উপজেলা, বিএনপি নেতা, কামাল উদ্দীন, মো. ফিরোজ, নুরুল আবছার চৌধুরী, মো. ইউনুস, এয়াকুব সওদাগর, জেলা যুবদলের সহ-সভাপতি হাজী আবদুল মান্নান তালুকদার, জেলা যুবদলের সহ-সভাপতি ও পটিয়া যুবদলের সাধারণ সম্পাদক মোকাম্মেল হক তালুকদার, যুগ্ম সম্পাদক আবুল হোসেন বাবুল, হামিদুর রহমান পিয়ারু,
তরুণ দলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল কাদের জুলু, জেলা যুবদল আকতার সিকদার, গাজী নজরুল, আহমদ নুর, ইয়াসির আারাফাত ইয়াছিন, খায়রুল আমিন বাবুল, হাফেজ সোলায়মান, আলী আকবর মেম্বার, পৌরসভা যুবদল নেতা নুরুল আলম, বুলবুল আহমেদ নান্নু, মনজুরুল আলম চৌধুরী, মো. হাসান, আবদুল কাদের, মামুনুর রশীদ মামুন, উপজেলা যুবদল নেতা এস.এম হাবিব, এস.এম সেকান্দর,
খোরশেদ আলম, জেলা ছাত্রদল নেতা সেকান্দর হোসেন নয়ন, এম আলাউদ্দিন, কাজল, পৌরসভা ছাত্রদল নেতা মো. জসীম, হাবিবুর রহমান রিপন, ছোটন, রবিউল হাসান সৌরভ, মো. বেলাল, আখতারুজ্জামান বাবলু, রুহুল মোমিন খাঁন টিপু, তারেক, রিদুয়ান আরিফুল ইসলাম শিকু, মাহনি, রনি, জাহেদ, তাহসিন, উপজেলা ছাত্রদল নেতা আবু তালেব, নাজিম উদ্দীন, মাহবুল আলম পারভেজ, সুমন সিকদার, আশকর, রবিউল হোসেন রবি, এম রহিম, এম.ডি নয়ন, পৌরসভা ছাত্রদল নেতা শাহীন, তহিদুল হক, মাইনু, রিবু, আকিব, রবিউল, বাবু, আশিক, সাকিব প্রমুখ।
Leave a Reply