সম্মানিত প্রিয় দেশবাসী। আসসালামু আলাইকুম।
করোনাভাইরাস মহামারীর মধ্যে দরিদ্র জনগোষ্ঠীর পাশাপাশি কর্মহীনদের মানবিক সহায়তা অব্যাহত রেখেছেন মানবতার জননী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকার।
জননেত্রী শেখ হাসিনার নির্দেশে তাৎক্ষণিক মানবিক সহায়তার অংশ হিসেবে নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে দরিদ্র জনগোষ্ঠীর পাশাপাশি কর্মহীনদের তাৎক্ষণিক মানবিক সহায়তা দিতে সপ্তম দফায় আরও ৬ কোটি ৩০ লাখ টাকা এবং ৯ হাজার ৬০০ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
এর মধ্যে চার কোটি ৭০ লাখ টাকা ত্রাণ হিসেবে বিতরণের জন্য এবং এক কোটি ৬০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে শিশু খাদ্য কিনতে।
এর আগে ছয় দফায় ৬৪ জেলার দরিদ্র জনগোষ্ঠীকে সহায়তার জন্য সরকার ৪১ কোটি ৫ লাখ ৭২ হাজার ২৬৪ টাকা এবং ৮৫ হাজার ৬৭ মেট্টিকটন চাল আমরা বরাদ্দ দিয়েছি।
জেলা প্রশাসকদের দুর্যোগ পরিস্থিতিতে মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন নির্দেশিকা অনুসরণ করে এই সহায়তা প্রকৃত প্রাপ্তদের কাছে পৌঁছে দেবার জন্য বলা হয়েছে।
মনে রাখবেন, জননেত্রী শেখ হাসিনার সরকার সর্বত্রই আপনাদের পাশে রয়েছেন। ঘরেই থাকুন । সামাজিক দূরত্ব বজায় রাখুন।
ENAMUR RAHMAN MP ওয়াল থেকে নেওয়া।।
Leave a Reply