ষ্টাফ রিপোর্টার: পদোন্নতি পাওয়ার পর তিন বছর পূর্ণ হওয়ার আগে গাড়ি কিনতে সুদমুক্ত ঋনসুবিধা পাবেন না উপসচিবরা। নতুন এ নিয়ম করে গত বুধবার ‘প্রাধিকারপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের সুদমুক্ত ঋন এবং গাড়িসেবা নগদায়ন নীতিমালা’ সংশোধন করেছে জনপ্রশাসন মন্ত্রনালয়। এর আগে প্রাধিকারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যুগ্ম সচিব থেকে ওপরের পদের কর্মকর্তারা গাড়ির সুবিধা পেতেন। এরপর ২০১৭ সাল থেকে উপসচিবদেরও গাড়ির জন্য প্রাধিকারভুক্ত করা হয়। এত দিন উপসচিব উপসচিব হওয়ার পরই গাড়ি কিনতে সুদমুক্ত ঋন সুবিধা পাওয়া যেত। এখন উঁপসচিব হওয়ার পর তিন বছর অপেক্ষা করতে হবে। উপসচিব থেকে শুরু করে এর ওপরের পদের কর্মকর্তারা গাড়ি কিনতে এককালীন ৩০ লাখ টাকা সুদমুক্ত ঋনসুবিধা পান। এ ছাড়া গাড়ির রক্ষণাবেক্ষণ, তেল খরচ ও চালকের বেতন বাবদ সরকার মাসে আরও ৫০ হাজার টাকা দেয়।
Leave a Reply