মোঃ জাকির হোসেন জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি ।
জালালাবাদ এসোসিয়েন ভেরোনা ইতালি শাখার আইন বিষয়ক সম্পাদক নাহিদ হোসেনকে, তার মহং কাজের জন্য তাকে জালালাবাদ এসোসিয়েন ভেরোনা ইতালি শাখার পক্ষে থেকে এক দেওয়া হয়ে এসময় উপস্থিত ছিলেন জালালাবাদ এসোসিয়েন ভেরোনা ইতালি শাখার সম্মানিত সভাপিত রায়হান আহমেদ, সিনিয়র সহ সভাপতি চৌধুরী বদরুল আহমেদ (টিপু), সাধারণ সম্পাদক সৈয়দ ফয়জুল ইসলাম (আলমগীর) , যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম, সংস্কৃতিক সম্পাদক কাউসার মিয়া৷
পরিশেষে এক সংক্ষিপ্ত বক্তব্য দেন জালালাবাদ এসোসিয়েনের সভাপতি জনাব রায়হান আহমেদ বলেন নাহিদ তার সততা দিয়া যে কাজে করেছে তা বিদেশের মাটিতে আমাদের বাঙ্গালীদের সুনাম উচ্চ শিখরে পোঁছিয়েছে এ মহং কাজে সব সময় এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে
Leave a Reply