______আলহাম রবীন
মাঝে মাঝে তোমার ঐ গোলাপী রঙের ঠোঁটের লিপস্টিক হতে ইচ্ছে জাগে।
নিভৃতে নির্জনে একাকী আয়নার সামনে বসে
রাঙ্গাবে তোমার ঠোঁট।
এক ঠাঁয় কিছুক্ষণ বসে থাকব তোমার যুগল ঠোঁটে।
অবিরাম আনন্দে আত্মহারা হব
তোমাকে স্পর্শ করতে পেরে।
কিছুক্ষণ পর অলিক স্বপ্নের শেষ যাত্রা।
ঘুম ভেঙ্গে জেগে দেখি আমিত সেই স্বপ্নের ফেরিওয়ালা,
যে কিনা স্বপ্ন নিয়ে যাবে বলে
দুটি পাই বিক্রি করে অজানার পথ কিনবে বলে।
Leave a Reply