নিজস্ব প্রতিবেদকঃ

রাজধানীর কাকরাইল এলাকায় একটি গ্যারেজে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে কাজ করে। বুধবার (৫ আগস্ট) দিবাগত রাত ১২টা ২৬ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় বলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মাহফুজ রিবেন নিশ্চিত করেছেন।
তিনি জানান, কাকরাইলে একটি গ্যারেজে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের ১০টি ইউনিট গেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
মাহফুজ রিবেন জানান, পরে ফায়ার সার্ভিসের চেষ্টায় ১২টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় গ্যারেজে থাকা কয়েকটি গাড়ি আগুনে পুড়ে গেছে বলে জানতে পেরেছি ।
Leave a Reply